অবিশ্বাসীরা কেন সুখী?
লিখেছেন লিখেছেন স্বপ্নকন্যা ১৯ এপ্রিল, ২০১৩, ০৮:৩৭:২২ সকাল
আমাদের অনেকের মনেই এই প্রশ্ন
আসে যে, যারা আল্লাহর
প্রতি অবিশ্বাসী বা যারা খারাপ
প্রকৃতির লোক তারাই তো সুখে আছে, আর
ভাল লোকেরাই আছে দুঃখ কষ্টে এর
কারণ কি?
আল্লাহ তা'আলা বলেনঃ
"যে কেউ নগদ নগদ পেতে চায়
তাকে আমি এখানেই
জলদি করে দিয়ে দেই
যাকে যা দিতে ইচ্ছে করি,
অবশেষে তার জন্য জাহান্নাম
নির্ধারণ করি। তাতে সে জ্বলবে ধিকৃত
ও রহমত বঞ্চিত অবস্থায়। আর
যে ব্যক্তি আখিরাত কামনা করে আর
তার জন্য
চেষ্টা করে যতখানি চেষ্টা করা দরকা
আর সে মু'মিনও, এরাই হল তারা যাদের
চেষ্টা সাধনা সাদরে গৃহীত হবে।
" [সূরা বানী ইসরাইল ১৮-১৯]
বিষয়: বিবিধ
৯৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন