চিন্তা

লিখেছেন লিখেছেন জবলুল হক ২৮ জুলাই, ২০১৫, ০৩:১৪:৫৯ রাত

মাঝে মাঝে মাথার মাঝে

হাজার চিন্তার ভীড়

চিন্তা নদীর অথই জলে

পাই না খুজে তীর।

কিছু চিন্তা খাম খেয়ালি

কিছু কচি খোকা

কিছু আবার নাদুস নুদুস

কিছু ভীষণ বোকা।

কিছু চিন্তার সাথে কভু

হয় না মনের মিল

তারা সাজে বিরোধীদল

বের করে মিছিল।

মাঝে মাঝে মাথার মাঝে

হাজার চিন্তার ভীড়

চিন্তা নদীর অথই জলে

পাই না খুজে তীর।

১৫/০৬/২০১৫

Soraluce ,Spain.

বিষয়: বিবিধ

১১৭০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

332146
২৮ জুলাই ২০১৫ সকাল ০৮:৩৭
হতভাগা লিখেছেন : কারও কারও মগজে একটাই চিন্তাই

ধর মার কর শুধু ছিনতাই ছিনতাই

এইভাবে কেটে যায় দিনটাই দিনটাই
২৮ জুলাই ২০১৫ বিকাল ০৪:৪৩
274488
জবলুল হক লিখেছেন : কিছু মানুষ আজো আছে ভালো
চিন্তা তাদের ছড়াতে দ্বীনের আলো।
আমরা না হয় লিখব তাদের নিয়ে
এগিয়ে নেবো সমাজটাকে অনুপ্রেরণা দিয়ে।
ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।
332170
২৮ জুলাই ২০১৫ সকাল ১১:৩৮
এ,এস,ওসমান লিখেছেন : আলহামদুল্লিলাহ। ভাল লাগলো।
২৮ জুলাই ২০১৫ বিকাল ০৪:৪৮
274489
জবলুল হক লিখেছেন : ধন্যবাদ ভাই কষ্ট করে লেখা পড়ে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন দোয়া রইলো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File