দালাল চাচা

লিখেছেন লিখেছেন জবলুল হক ০৬ মে, ২০১৪, ০১:৪০:১৭ রাত



আঙুল ফুলে কলা গাছের

সাধ হয়েছে চাচার

ব্যবসা এক শুরু করলেন

নাম তার আদম পাচার।

দালাল নামক পেশায় নিজের

নামটা লেখালেন

কাছের জনদের ইউরোপ আনার

স্বপন দেখালেন।

কাছের জনরা বগে গেলো

তারই কথার ছলে

মোটা অঙ্কের টাকা নিলেন

ইউরোপ আনবেন বলে।

টাকা নিয়ে ফের জমালেন

ইউরোপেতে পাড়ি

কাছের জনদের সাথে দিলেন

এক্কেবারে আড়ি।

কাছের জনরা কল দিলে আর

মোবাইল ধরেন না

তিনিও ভুলে তাদের কাছে

মোবাইল করেন না।

ইউরোপ এসে যারা করে

লোক ঠকানোর ছল

যাদের জন্য আপন জনের

ঝরে চোখের জল

ওরা কেহ নয়তো মানুষ

সব হায়েনার দল।

বিষয়: বিবিধ

১৩৫৯ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

218151
০৬ মে ২০১৪ বিকাল ০৪:৪৬
০৬ মে ২০১৪ বিকাল ০৪:৫০
166211
জবলুল হক লিখেছেন : Thanks
218161
০৬ মে ২০১৪ বিকাল ০৪:৫৩
আহমদ মুসা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৮ মে ২০১৪ রাত ০৪:০৯
166766
জবলুল হক লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ ভাই।
218195
০৬ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন :
যাদের জন্য আপন জনের

ঝরে চোখের জল

ওরা কেহ নয়তো মানুষ Rose Rose
০৮ মে ২০১৪ রাত ০৪:১১
166767
জবলুল হক লিখেছেন : ওরা স্বপ্ন ব্যবসায়ী।
মানুষের স্বপ্নকে হত্যা করে ওরা রাতারাতি বড়লোক হতে চায়।
218348
০৭ মে ২০১৪ সকাল ০৫:১১
প্রবাসী মজুমদার লিখেছেন : ইউরোপ এসে যারা করে

লোক ঠকানোর ছল

যাদের জন্য আপন জনের

ঝরে চোখের জল

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File