স্বজনী

লিখেছেন লিখেছেন জবলুল হক ১৫ এপ্রিল, ২০১৪, ০৯:০২:০৮ রাত



(উৎসর্গ আমার প্রবাসী সব বন্ধুদের)

তোর লাগি খুব পরাণ কাঁদে স্বজনী

তোকে ভেবে যায় কেটে যায় রজনী।

কতো দিন হয় হয়না দেখা তোর সনে

তোকে নিয়ে স্বপ্ন হাজার মোর মনে।

তোকে ছেড়ে হাজার মাইল দূরে যে

হৃদয় সদা তোর লাগি খুব পুড়ে যে।

মনে পড়ে তোরই কথা যখনি

ভাল্লাগে না কিচ্ছু আমার তখনি।

ইচ্ছে করে তোরই কাছে যাই চলে

জীবন এথায় বড় কঠিন তাই বলে

ইচ্ছে গুলি আপন হাতে খুন করি

তোর কাছে আর হয় না যাওয়া সুন্দরী।

০৩.০৪.১৩

তালাবেরা দেলা রেইনা, স্পেন।

বিষয়: বিবিধ

১৪৬৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

208421
১৫ এপ্রিল ২০১৪ রাত ০৯:১৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : চমত্কার , Good Luck ধন্যবাদ আমাদের উত্সর্গ করেছেন বলে। Rose
০১ মে ২০১৪ দুপুর ০৩:৪২
164197
জবলুল হক লিখেছেন : প্রবাস জীবনে প্রতিনিয়ত দেশের জন্য,দেশের মানুষের জন্য,আপন জনদের জন্য আমাদের মন কাদে।এখানে কল্পনায় একজন প্রেয়সীর মুখ এঁকে কষ্টগুলো তুলে ধরার চেষ্টা মাত্র। শাহীন,দেখতে দেখতে চারটি বছর পাড় হয়ে গেলো। দেশের জন্য মন বড় কাঁদছে। দোয়া করিও ভাই।
208498
১৫ এপ্রিল ২০১৪ রাত ১১:১২
ফেরারী মন লিখেছেন : সেরাম হয়েছে ভাই সেরাম... লিখতে থাকুন
০১ মে ২০১৪ দুপুর ০৩:৪৩
164200
জবলুল হক লিখেছেন : ধন্যবাদ মন্তব্যের জন্য।
208517
১৫ এপ্রিল ২০১৪ রাত ১১:৩৮
অজানা পথিক লিখেছেন : কয়েকবার পড়ে ফেললাম একটানে.....।
আপনার লিখার হাততো দেখি মাশাল্লাহ...............
০১ মে ২০১৪ দুপুর ০৩:৪৬
164202
জবলুল হক লিখেছেন : ধন্যবাদ মন্তব্যের জন্য। দোয়া করবেন আমার জন্য প্লিজ।
208560
১৬ এপ্রিল ২০১৪ রাত ০৩:৪০
প্যারিস থেকে আমি লিখেছেন : কাজী নজরুল-
নারীর বিরহে, নারীর মিলনে, নর পেল কবি-প্রাণ,
যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান।
০১ মে ২০১৪ দুপুর ০৩:৪৭
164203
জবলুল হক লিখেছেন : ধন্যবাদ।Good Luck Good Luck
208976
১৭ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৫০
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার লিখেছেন। আপনি ইদানীং বেশ অনিয়মিত।
০১ মে ২০১৪ দুপুর ০৩:৫৮
164208
জবলুল হক লিখেছেন : আমিও চাই নিয়মিত হতে। কিন্তু পারছি না। আমাদের যাযাবর জীবনে সময় বের করতে পারি না। সময় পেলে ব্লগে আসার চেষ্টা করি। দোয়া করবেন আমাদের জন্য। মন্তব্যের জন্য আপনাকে অসখ্য ধন্যবাদ।
209547
১৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪৫
সুমাইয়া হাবীবা লিখেছেন : বাহ! বেশ ভালো! খুব ম্যাচিউরড! Happy
০১ মে ২০১৪ বিকাল ০৪:০৬
164213
জবলুল হক লিখেছেন : বোন, খুব ম্যাচিউরড কিনা জানি না, তবে এই প্রবাস জীবনে আপনজন ছেড়ে দূরে থাকার কষ্ট প্রতিনিয়ত টের পাচ্ছি। এই কষ্টগুলো তুলে ধরতে চেষ্টা করেছি। বিদেশ না এলে বুঝা যায় না দেশের জন্য,দেশের মানুষের জন্য মন কতটুকু পুড়ে।
আপনাকে অসখ্য ধন্যবাদ।
216159
০১ মে ২০১৪ রাত ০৮:০২
প্রবাসী মজুমদার লিখেছেন : আহা। কবিতার ভাষায় হৃদয়ের অনুভতি কি চমৎকার। সত্যিই ভাল লাগার মত। মানুষেরা ইচ্ছে করলে অনেক কিছুই পারে। কিন্ত পারিনা, এ শব্দটি তাদের সৃ্ষ্টিক্ষমতাকে নস্ট করে দেয়।
এভাবেই জীবনের ঝুকি নিতে হবে। বিপদ আসলে সমাধানতো আসবেই। কেউ না কেউ সাহায্য করবে।

০৬ মে ২০১৪ রাত ০১:৪৩
166048
জবলুল হক লিখেছেন : ধন্যবাদ ভাই,সুন্দর মন্তব্যের জন্য।কমেন্টের ছবি দেখে আমার বন্ধুদের সাথে খুব হেসেছি। অনুপ্রাণিত হলাম আপনার কমেন্ট পড়ে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File