শেখার অনেক কিছু
লিখেছেন লিখেছেন জবলুল হক ২৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:৩৯:১৯ সন্ধ্যা
সংসারে তার টানা পোড়ন
নিত্য দিনই চলে
নুন আনিতে পান্তা ফুরায়
অভাব যাকে বলে।
তারপরেও আভাব নিয়ে
নেই অভিযোগ তার
প্রভুর ইচ্ছায় সমর্পিত
জীবন হাতে যার।
সুখে দুখে সদা থাকে
হাসি মাখা মুখ
কোন কিছু না পারে তার
কাড়তে মনের সুখ।
ঘুমকে যারা হারাম করেন
ঘুরে টাকার পিছু
এই লোকের কাছ থেকে আছে
শেখার অনেক কিছু।
বিষয়: বিবিধ
১১৫৪ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঘুরে টাকার পিছু
এই লোকের কাছ থেকে আছে
শেখার অনেক কিছু।
ঘুরে টাকার পিছু
এই লোকের কাছ থেকে আছে
শেখার অনেক কিছু।
"ঘুমকে যারা হারাম করেন
ঘুরে টাকার পিছু
এই লোকের কাছ থেকে আছে
শেখার অনেক কিছু।"
চরম বাস্তবতা,তাদের কাছ থেকে আমাদের অনেককিছুই শেখার আছে। অনেক ধন্যবাদ আপনাকে।
মন্তব্য করতে লগইন করুন