প্রার্থণা
লিখেছেন লিখেছেন জবলুল হক ২৮ জানুয়ারি, ২০১৪, ০৬:৫০:৩৩ সন্ধ্যা
সারা বিশ্বের পালন কর্তা আল্লাহ দয়াময়
তোমার কাছে নিত্য করি একটি অনুনয়
রাগ, অহংকার, হিংসা, ঘৃণা গল্প গুজব বাজে
পর চর্চা, পর নিন্দা,ঘরে কিংবা কাজে
এসব থেকে আমি যেনো থাকতে পারি দূরে
সেই ক্ষমতা দাও গো প্রভু আমার হৃদয় জুড়ে।
ক্ষমা যেনো করতে পারি আপন এবং পরে
ভালোবাসার ফল্গুধারা বয় যেনো অন্তরে।
ক্ষণস্থায়ী এই দুনিয়ায় অতিথি দুই দিনের
চলতে পারি সদা যেন বিধান মেনে দ্বীনের।
ধন যদি দাও আমার কভু মন দিও তার সাথে
গরীব দুখীর তরে কিছু করতে পারি যাতে।
সত্য বলার চাই যে সাহস সকল প্রতিকূলে
মিথ্যে জালে কভু যেনো আটকে না যাই ভুলে।
শান্তি সুখের অনাবিল এক জীবন পরিপাঠি
সর্বোপরি চাই যে হতে মুসলমান এক খাঁটি।
বিষয়: বিবিধ
১৪০৪ বার পঠিত, ৩৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সবার প্রতি আবেদন, তারা যেন এক কবিতার মর্ম ভাল করে বুঝে।
অনেক ধন্যবাদ।
খুব ভালো লাগ্লো...
সত্য বলার চাই যে সাহস সকল প্রতিকূলে
মিথ্যে জালে কভু যেনো আটকে না যাই ভুলে।
দুঃখ টুকু নিজের থাক৷
আমার কথায় কিংবা কাজে,
চাইনা কেহ দুঃখ পাক৷"
আপনার কবিতা ভারী চমৎকার হয়েছে৷ আমার এমন একটা আজে, তার দুলাইন মিলিয়ে দিলাম৷ধন্যবাদ৷
"রাগ, অহংকার, হিংসা, ঘৃণা গল্প গুজব বাজে
পর চর্চা, পর নিন্দা,ঘরে কিংবা কাজে"
অনেক ভালো লেগেছে।
আল্লাহ তুমি দয়ার সাগর রাহমানুর রাহীম
তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন।
তোমার কাছে নিত্য করি একটি অনুনয়
রাগ, অহংকার, হিংসা, ঘৃণা গল্প গুজব বাজে
পর চর্চা, পর নিন্দা,ঘরে কিংবা কাজে
এসব থেকে আমি যেনো থাকতে পারি দূরে
সেই ক্ষমতা দিও প্রভু আমার হৃদয় জুড়ে।
চোখ দুটিও অন্ধনা
হাজারো পাপ করলে কিন্তু
পথটি ক্ষমার বন্ধনা
কচি-কিশোর যুবক বুড়ো
কোন বয়স মন্দনা
থাকতে সময় করো সবাই
মহান প্রভুর বন্দনা
সুন্দর কবিতার জন্য অনেক শুকরিয়া
মন্তব্য করতে লগইন করুন