পণ
লিখেছেন লিখেছেন জবলুল হক ২৫ জানুয়ারি, ২০১৪, ০৮:১৭:০১ রাত
আজি থেকে পণ করেছি
লড়ব নিজের তরে
নষ্ট সময় করব না আর
পরের স্বভাব পড়ে।
নিজের মাঝে দোষের পাহাড়
খঁজব এক এক করে,
আর খামোখা মারব না টান
পরের অতীত ধরে।
রোজ হাশরে আমার হিসাব
আমায় দিতে হবে
পরকে নিয়ে আমি কেনো
ব্যস্থ রব তবে।
করব ক্ষমা আপন পরে
ঘুমানোর প্রাক্কালে,
নাচব না আর ফান্দে পড়ে
দুষ্ট লোকের তালে।
ছাড়তে চাই না এই দুনিয়া
কষ্ট পুষে মনে
রাগ অভিমান ভুলে গিয়ে
হাসব প্রতি ক্ষণে।
25.01.14
bilbao, spain.
বিষয়: বিবিধ
১৩০৪ বার পঠিত, ৩৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে অনেক ধন্যবাদ।
দুষ্ট লোকের তালে।
পন করেছি আমি
নিজেই নিজের বন্ধু সেজে
দেই সাজেশন দামী।
এক এক করে বলছি সবি
বন্ধু পথিক শোণো
পরের দোষ খুজতে গিয়ে
ভুল করোনা কোনো
চলার পথে আবেগটাকে
নিয়ন্ত্রণে রেখো
বুদ্ধি বিচার করেই কাজে
জয়ী হয়ে থেকো।
দূর সীমানা পাড়ি দিও
বিশ্বাসীদের মতো
কেটে যাবে চলার পথের
আঁধার আছে যতো।
ভালোবাসা ঢেলে দিও
সৃষ্টি জীবের মাঝে
স্রষ্টাও তোমায় বাসবে ভালো
সকাল-বিকাল সাঁঝে।
তাঁর কথাটা কখনো হায়
যেওনা তো ভুলে
মনে রেখো তাঁর করুনাই
সফলতার মূলে।
এ ব্লগটি থেকে আমি এতদিন বঞ্চিত ছিলাম।
অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন