একটি প্রচলিত ভুল

লিখেছেন লিখেছেন জবলুল হক ১৫ মে, ২০১৩, ১২:০৪:৪৭ রাত

আমরা অনেকেই এই ভুলটা করে থাকি।এই ভুলটা আমার মাঝেও ছিলো। বড় কথা হচ্ছে, ভুলটাকে অনেকেই ভুল বলে মনে করি না। এই জন্য এটা শেয়ার করলাম।

আমরা প্রায়ই এই বলে আল্লাহর কাছে চাই হে আল্লাহ আমি যদি এই কাজে সফল হই অথবা আমাকে যদি এই বিপদ থেকে উদ্ধার কর তবে কোনো ভালো আমল করব অথবা আল্লাহর রাস্তায় কিছু দান করব। এই ভাবে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া সম্পূর্ণরূপে অন্যায়।কারন আল্লাহর কোন কিছুর প্রয়োজন নেই। খেয়াল করুন এই কাজ গুলো আমরা কাদের ক্ষেত্রে করে থাকি। মা বাবা তার সন্তানকে পড়াশোনায় উতসাহিত করতে; মালিক শ্রমিককে তার কর্ম দক্ষতা বাড়ানোর জন্য মোট কথা যার কোনো কিছুর প্রয়োজন তাকে সেই জিনিসের লোভ দেখিয়ে তার কাছ থেকে কাজ আদায় করা হয়। এখন প্রশ্ন হচ্ছে এই একই রকম ব্যবহার কি আল্লাহর সাথে করা যায়?

বিষয়: বিবিধ

৯৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File