ষড়যন্ত্র
লিখেছেন লিখেছেন জবলুল হক ১০ মে, ২০১৩, ০২:০০:৩৩ রাত
বাংলাদেশে যারা খেয়ে না খেয়ে কোরআন শিক্ষা করছে এবং পবিত্র আল কোরআনের শিক্ষা ছড়িয়ে দিতে নিয়োজিত,যাদের কারণে আজ আমরা কোরআন শিক্ষা করতে পারছি, যাদের শ্রম ও প্রচেষ্টা না থাকলে আজ এ দেশে ইসলামের শিক্ষা থাকত না, যারা কোরআন শিক্ষা দেয় অথচ ছাত্রদের কাছ থেকে কোনো প্রকার টাকা বা চাদা আদায় করে না, সরকারের কাছ থেকে কোন প্রকার সাহায্য পায় না,যারা নামাজী, যারা আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ(সঃ) এর m সুন্নত সমূহ আকড়ে ধরে আছে আজ তাদের বিরুদ্ধে কোরআন পোড়ানোর আভিযোগ আনা হয়েছে। যারা অভিযোগ এনেছে তারা মুজিবের আদর্শে বিশ্বাসী, তারা শেখ মুজিবকে জাতির পিতা মনে করে, তারা মুজিবের প্রতিকৃতিতে ফুল দিয়ে পূজা করে, তারা কোরআনের আইনকে মধ্যযুগীয় আইন মনে করে; তারা একজন নাস্তিককে শহীদ খেতাব দান করেছে ; তারা ইসলামকে ধংস করতে নিজেরা কোরান পুড়িয়ে উলামাদের বিরুদ্ধে অভিযোগ আনছে না এটা কি করে বিশ্বাস করি। আসলে এটা একটা ষড়যন্ত্র এ দেশ থেকে চিরতরে ইসলামকে মুছে দিতে।
বিষয়: বিবিধ
৮৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন