শাস্তি
লিখেছেন লিখেছেন জবলুল হক ২৬ এপ্রিল, ২০১৩, ০৩:২৫:৪৭ দুপুর
রক্ত পিপাসু এক অমানুষ
কাড়ল শত শত প্রাণ
জানি না তবু হবে কি তার
সঠিক শাস্তি প্রদান।
মন্ত্রীরা খায় মুখরোচক খাবার
যাদের শ্রমের ঘামে
এই প্রাণ গুলো যেনো বিক্রি না হয়
একেবারে সস্তা দামে।
আকাশে বাতাসে ক্রন্দন ধ্বণী
কাদে হাজার ব্যথাতুর
প্রাণের বিনিময়ে প্রাণ চাই আজ
এই রক্ত পিপাসুর।
২৬/০৪/১৩
বিষয়: বিবিধ
৮৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন