প্রশ্ন
লিখেছেন লিখেছেন জবলুল হক ২৫ এপ্রিল, ২০১৩, ০৬:১৫:২০ সন্ধ্যা
(১)
কোথায় হতে এই আমি
এলাম এই দুনিয়ায়
কোথায় আবার যাবো
যদি মোর দম যায়?
(২)
মানুষ কেনো সাদা কালো
সব কেনো নয় এক রকম
কারো সাথে মিল কারো নেই
সবাই কেনো অনুপম?
(৩)
মরণ হলে মাটির দেহ
মাটিতে যায় মিশে
আত্মা কোথায় যায় হারিয়ে
আত্মা তৈরি কিসে?
(৪)
অতি বিশাল আসমানেতে
একটিও নেই খুটি
চন্দ্র সূযর্ উঠে হররোজ
নেয় না কেনো ছুটি?
বিষয়: বিবিধ
৯৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন