ব্যবসা
লিখেছেন লিখেছেন জবলুল হক ২৫ এপ্রিল, ২০১৩, ০২:৩২:৫৬ দুপুর
মিথ্যে স্বপ্ন বিক্রি করে
গড়ছে ওরা টাকা
রাতারাতি পাল্টে যাচ্ছে
ওদের ভাগ্য চাকা।
একটি স্বপ্ন গড়তে ওদের
লোক ঠকাচ্ছে অনেক
লোভের কাছে বিক্রি ওরা
বিক্রি ওদের বিবেক।
হাজার চোখে ঝরছে পানি
হাজার স্বপন ক্ষয়
তবু ওরা এই সমাজে
নীতির কথা কয়।
ভালো কথায় মন গলিয়ে
বিশ্বাস করে পুঁজি
হাওয়ায় পরে যায় হারিয়ে
পায় না সে জন খুঁজি।
আর কতো কাল এই সমাজে
মিথ্যে কথার বিষে
গরীব লোকের ছোট্ট আশা
মারবে ওরা পিষে।
বিষয়: বিবিধ
৮৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন