আমাদের নানা
লিখেছেন লিখেছেন নবাব ২১ এপ্রিল, ২০১৩, ০৩:৩৮:৪১ দুপুর
নানা আমার নানা
করে শুধু যন্ত্রনা
সারাদিন খেতে চাই শুধু পান আর চা
কথার ফাঁকে কাজের ফাঁকে আমাকে দেয় শুধু যন্ত্রনা
আমাদের নানা আমাদের নানা
নানা না থাকিলে আমাদের ভালো লাগে না
সপ্তাহের শেষ দিনে নানা থাকে গরম
বুঝতে পারিনা কি কারণ কি কারণ?
হঠাৎ বুঝলাম কারণ নানা যাবে বাড়ী
ধরতে হবে গাড়ী সন্ধ্যার সময়
বাড়ীতে থাকে নানী
নানীর পাশে সপ্তাহে যেতে হয় আমাদের নানা
না যাহিতে পারলে আমাদের নানা
মাথা হয় গরম, বেড়ে যাই পেশার,
নানার পেশার বাড়লে আমাদের হয় মাথা গরম
নানা সময় করে যাই দেশের বাড়ী
নানার মাথা ঠান্ডা তো
আমাদের মাথা ঠান্ডা।
বিষয়: বিবিধ
১২৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন