শাহাবাগ

লিখেছেন লিখেছেন নবাব ১৭ এপ্রিল, ২০১৩, ১২:৪৬:১৮ দুপুর

শাহাবাগের আন্দোলন হলো বর্তমান সরকারের সাজানো নাটক। জনগনকে তাদের ব্যর্থতার দায়ভার অন্যদিকে দৃষ্টি করার একমাত্র অবলম্বন হচ্ছে শাহবাগ। ক্ষমতাসীন দল নিজেরাই জানে যুদ্ধাপরাধীর বিচার একটি রাজনৈতিক আইওয়াশ। শুধুমাত্র কিছু উচ্ছশৃংঙ্কল যুবক-যুবতী এবং বাম-ঘেষা রাজনৈতিক দল ও কিছু প্রিন্ট মিডিয়াকে হাত করে শাহবাগের মতো এক জগন্য এবং আন্দোলনের নাম করে রুচিহীন কিছু নর-নারী এবং ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে রাত-দিন রাজাকারের ফাসিঁ ফাসিঁ চাই স্লোগান দিচ্ছে।ছোট ছোট শিশুদের ওখানে নিয়ে যাচ্ছে এর কোন যুক্তি আছে। তাদের বাপ-মার কি একটুও বোধ শক্তি বলতে কিছু নাই। তারা শিশুদের কে আন্দোলনের নামে কি শিখাছে ? তারা এখানে ফাঁসি করতেছে আর শিশুরা বাসায় যেয়ে ফাঁসি ফাঁসি খেলার চলে তারা গলায় ফাঁস দিয়ে মারা যাচ্ছে। অথচ আর কিছু দিন পর বাচ্চাদের অর্ধ-বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। বর্তমান সরকারের সে দিকে কোন চিন্তা নেই। তাদের একটাই চিন্তা কি ভাবে আবার বাংলাদেশের মানুষকে জিম্মি করে ক্ষমতায় যাওয়া। আমার একটাই প্রশ্ন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যারা আজ শাহাবাগের মত ঘটনা নিজেদের আকের ঘোছাতে ব্যস্ত তারা কি ভেবে দেখেছে এই অবুঝ শিশুদের ভষ্যিত? অবুঝ শিশুরা যদি জানতে পারে শুধুমাত্র ক্ষমতার লোভে তাদের ভবিষ্যত বিনষ্ট করেছে, এই অবুঝ শিশুরা একদিন সত্যিকার অর্থে ঐ সব নেতাদেরকে বাংলার জমিতে থাকতে দিবে না।

বিষয়: বিবিধ

১২৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File