সাঈদী, আমায় ক্ষমা করুন।
লিখেছেন লিখেছেন আমি ডানপন্থী ২৪ এপ্রিল, ২০১৩, ০৯:২৪:০১ রাত
সাঈদী রাজাকার ছিলেন কিনা আমি জানিনা কারন আমি দেখিনি, যদিও বিভিন্ন মুক্তিযোদ্ধা কমান্ডারদেরকে টিভিতে বলতে শুনি, সাঈদী নাকি রাজাকার ছিলেন না।
তবে সাঈদী একজন ইসলাম প্রচারক কিনা আমাকে কেউ এই প্রশ্ন করলে আমি বলবো অবশ্যই হ্যাঁ। কারন আমি তা জন্মের পর থেকেই দেখেছি, আমি তার বহু ওয়াজও শুনেছি।
একবার সৌদিআরবের জেদ্দায় একটি ইন্ডাষ্ট্রিয়াল কম্পাউন্ডে সাঈদীর ওয়াজ মাহফিল হয়েছিল, আমি গিয়েছিলাম। সেখানে দলমত নির্বিশেষে শত-শহশ্র বাঙ্গালী অংশগ্রহন করেছিলো।
আমার অনেক ছাত্রলীগ বন্ধুও টুপি মাথায় দিয়ে ওয়াজ শুনতে গিয়েছিল সেদিন। সেখানে কিন্তু সাঈদী কাউকে জমাত শিবির করার কথা বলেননি কিংবা রাজনৈতিক কোন বক্তব্য দেননি বরং বাংলাদেশী শ্রমিকরা যাতে এদেশে তাদের সকল প্রকার, সুযোগ সুবিধা ভালভাবে পায় সে ব্যাপারে কথা বলেছেন।
যদি ধরেই নি তিনি রাজাকার ছিলেন কিংবা রাজাকারদের সমর্থক ছিলেন, কিন্তু রাজাকারতো আরো অনেকে ছিলেন তিনি একা নন।
একজন প্রখ্যাত এবং আন্তর্জাতিকভাবে পরিচিত আলেমকে আগে আগে ফাঁসি দিলে দেশের এমন কি লাভ হবে...?
আমিতো মনে করি সাঈদীকে ফাঁসি দেওয়া হয়েই গেছে।
জেলে জেলে যার বেশ কয়েকটি বছর বহুকষ্টে কেটে গেছে, এই জেলে থাকাবস্থায় তাঁর মা'কে হারালেন। মায়ের মৃত্যুশয্যায় পাশে থেকে মায়ের মুখে একটু পানিও দিতে পারলেননা, প্রিয় পুত্রকেও হারালেন। আর কি!
আমরা জানি আল্লাহ যে কোন মজলুমের ফরিয়াদ শোনেন।
সাঈদী যদি সত্যিই নিরপরাধ হয়ে থাকেন, আর তার ফরিয়াদ যদি আল্লাহ শোনেনই তাহলে কি হতে পারে?
তিনিতো বদদোয়া দিয়েছেন!
কারো কি মনে আছে সেই গজবের কথা?
উহ! আর ভাল লাগছেনা........।
দেশে একটার পর একটা দূর্ঘটনা ঘটেই চলছে........।
কয়দিন আগে বি বাড়ীয়ায় টর্নেডোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেল..........।
টিভিতে গার্মেন্টস শ্রমিকদের ছিন্নভীন্ন দেহ দেখে চোখ জলজল করেছে......।
শুনেছি কোন গজব আসলে নাকি কাউকে ছাড় দেয়না.......!
আজ নয়তলা ধ্বসে অমুক মারা গেল, কাল আমি মারা যাবনা তার কি নিশ্চয়তা আছে?
আমি রাজনীতি করিনা, আমার গলায় এতোশক্তি নেই প্রতিবাদের, আমি সাধারন মানুষ। ব্লগের কল্যানে মনের ভাব প্রকাশ করার একটা সুযোগ পেলাম। আমার লেখা কাউকে আঘাত করলে স্যরি। ধন্যবাদ
(একজন অরাজনীতিবিদ এবং সাঈদী ভক্ত)
বিষয়: বিবিধ
১২৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন