ইসলামী চেতনাই হবে আগামী রাজনীতির নিয়ন্ত্রক-২
লিখেছেন লিখেছেন নয়া অভিযাত্রী ১৯ এপ্রিল, ২০১৩, ০৮:৩৩:৫৬ রাত
হেফাজতে ইসলামের অরাজনৈতিক ব্যানারে যে মহাসমাবেশ হলো তার রাজনৈতিক তাৎপর্য ও গতি-প্রকৃতি উল্লেখ করতেই পূর্বোক্ত লেখায় ইতিহাসের মোটা দাগের দিকে ইঙ্গিত করেছিলাম। হেফাজতে ইসলামকে বর্নিত দ্বিতীয় শ্রেণীর অরাজনৈতিক ইসলাম দরদী মুসলিম বলেই আমি মনে করি। তাদের এই বিক্ষোভ দীর্ঘ ঐতিহাসিক বঞ্চনার-প্রতারনার ধারাবাহিক ক্ষোভ। তাদের ১৩ দফা দাবীকে কেন্দ্র করে ইসলামী প্রশ্নে রাজনীতিতে যে তর্ক-বিতর্ক চলছে বলার অপেক্ষা রাখে না তাতে রাজনীতিতে ইসলাম আরো গুরুত্বপূর্ন হয়ে উঠছে। এটি দেশজ ইসলামী রাজনৈতিক ধারাকে শক্তিশালী করে বৈপ্লবিক রুপান্তর ঘটাবে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এ শক্তিকে দমন বা মোকাবেলা করতে ক্ষমতাসীন দল ও তার পক্ষের দেশী-বিদেশী শক্তি নানা ষড়যন্ত্রের জাল তৈরী অত্যাবশ্যক হয়ে পরবে তাদের কায়েমী স্বার্থ টিকিয়ে রাখতে। এরই অংশ হিসেবে হেফাজতকে জামায়াতের প্রতিচ্ছায়া আখ্যায়িত করার কুটতর্ক আমরা লক্ষ্য করছি। ইসলামী রাজনীতি প্রতিষ্ঠা লাভ তারা সহজে হতে দেবে না এজন্য যত ফ্যাসিস্ট ভূমিকা লাগে তা করতেই বদ্ধপরিকর। হেফাজত জামায়াতের রাজনীতিকে ভিন্ন দৃষ্টিতে উপস্থাপন করে তাদের পাতা ফাঁদে পা বা চাহিদাকে বাস্তবায়ন করছে। হেফাজতের উচিত ছিল জামায়াতের ব্যাপারে কৌশলী ভূমিকা অবলম্বন করে তাদের দাবীতে অগ্রসরের সাথে সাথে ইসলাম দরদী জনতাকে রাজনৈতিকভাবে সচেতনতার মাধ্যমে ইসলামী রাজনৈতিক গতি ধারাকে বেগবান ও তরান্বিত করা।
ইসলামকে রাষ্ট্র হতে ঝেটিয়ে বিদায় করতে ক্ষমতাসীন দল জালিমের ভূমিকায় অবতীর্ন হয়েছে। ইসলামী রাজনীতি নির্মুল করতে গিয়ে উল্টো তৌহিদি জনতাকে রাজনীতির মূলে এনে তাদেরই রাজনীতির নির্মুলের দিকে ধাবিত হচ্ছে। অরাজনৈতিক ধ্যান-ধারনার আলেম-ওলামাগনেরও বুঝতে বাকী নেই ইসলামের বিরুদ্ধে আঘাত মুখ বুজে সহ্য করার দিন শেষ। জালিম, জুলুম, শোষণ, লুন্ঠন, দুর্নীতি, অত্যাচার ইত্যাকার বিষয়াদি হতে সমাজ ও রাষ্ট্রকে নিরাপদ করতে সমাজ ও রাজনীতির গুনগত পরিবর্তনের মধ্য দিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা অপরিহার্য। আমরা চাই বা না চাই, এই ইসলামী চেতনার মহাপ্লাবন আগামীর রাজনীতিতে নিয়ন্ত্রক হয়ে উঠবে। এ লক্ষ্যে হেফাজতসহ অন্যান্য অরাজনৈতিক তৌহিদি জনতা সমাজ ও রাজনীতিকে ইসলামের রঙে রাঙাতে এবং রাজনীতির নিয়ামক শক্তি হয়ে উঠতে - একইসঙ্গে সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী শক্তিকে দুরদৃষ্টি দ্বারা মোকাবেলায় কি রণকৌশল ও চিন্তা-ধারায় এগুবে সেটাই এখনকার মৌলিক প্রশ্ন।
বিষয়: রাজনীতি
১৫৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন