হারাই যদি !

লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ১৭ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:২৭:৩৮ সন্ধ্যা

প্রায়ই ভাবি এই শৌখিন সুন্দর পথ ছেড়ে দেব,

নেমে যাব মেঠো পথে,

কিংবা ধারালো প্রবালে;

কাটবে ? কাটুক না;

কি যায় আসে ?

আগাছা মোড়ানো গহীন অন্ধকার,

অথবা মেঘাচ্ছন্ন , দ্বিধাময়,

গোধুলীর শ্বাপদ বিপদে নিজেকে ঠেলে

আর খানিকটা বিপথে বিগড়ে গেলে;

মন খারাপ করবে ?

হই না একটু বেয়াড়া,

উগ্র আর ঝড়ো বাতাসে

ঘুরে বেড়াই একটু মঙ্গোলিয়ায়,

চেঙ্গিস খানের সাথে !

তাতার হয়ে দুর্দান্ত সব অভিযানে,

পাগলা ঘোড়াকে চড়িয়ে বেড়াই,

মরুভুমি থেকে মরুভুমিতে !

এই ভাললাগা পথ ভুলে,

নির্মম মোহহীন কোন গৃহত্যাগী অমাবস্যায়,

হারালে কঙ্কর কর্কটে আনমনে;

তোমাদের বড় সব হীরক কুঞ্জ ছেড়ে,

এক কুয়াশার ঘরে

নিই যদি আশ্রয় ?

কি করবে?

-----------------

হারাই যদি

ডা. মো. তরিকুল হাসান

১৩।০৮।১৬

বিষয়: বিবিধ

১১৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File