কথোপকথন

লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ১২ ফেব্রুয়ারি, ২০১৬, ০২:২১:৪৬ দুপুর

জুম্মার নামাজ পড়ে মসজিদ থেকে ফিরছিলাম। একটা বড় পাঞ্জাবী পড়া সুন্দর একটা ছোট্ট বাচ্চা নামাজ শেষ করে বের হল। আমি বললাম- 'আস-সালামু আলাইকুম। কেমন আছো ?'

-অ্যা !

-সালাম দিছি। সালামের জবাব দেও।

-ওয়ালাইকুম সালাম। আপনি কে?

আমি খপ করে হাতটা ধরে ফেললাম। বললাম

-চল।

-কই?

-তোমার বাসায়।

-আপনি কি আমাকে চিনেন ?

-না।

ছোট্ট বাচ্চাটা কি মনে করে যেন হেসে দিল। আমি রাস্তার পাশে একটা বাস দেখিয়ে বললাম-তুমি যে আমার সংগে যাচ্ছ, এই বাসে করে তোমাকে নিয়ে যদি পালাই , কি করবা ?

-চিৎকার দিব।

-আমি যদি তোমাকে অজ্ঞান করে ফেলি?

-অজ্ঞান কিভাবে করবেন ?

-অজ্ঞান করার রুমাল আছে। ঐ রুমাল শুকলেই অজ্ঞান হয়ে যাবা।

-রুমাল কই?

-পকেটে।

-ইস, আমি দৌড় দিব না।

-আচ্ছা তুমি যে মসজিদ থেকে চলে আসলা, তবারক খাবা না ?

-তবারক কি?

-মিষ্টি। একটা খাইলে মনে হয় আরেকটা খাই। (আমি খাওয়ার ভংগি করলাম)

-তাহলে আপনি নিলেন না কেন ?

-আমার পেট খারাপ।

-তাহলে আমারো পেট খারাপ।

বিষয়: বিবিধ

১৩৭২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359312
১২ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:২৩
১২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:০৭
297955
তরিকুল হাসান লিখেছেন : Tongue Tongue
359322
১২ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:০৪
হতভাগা লিখেছেন : পেট খারাপ হলে এস.এম.সি. এর ওরস্যালাইন খেতে পারেন - প্রতিবার পাতলা পায়খানার পর ।
১২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:০৮
297956
তরিকুল হাসান লিখেছেন : Surprised Surprised Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File