নিরন্তর প্রার্থনা
লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ১০ ফেব্রুয়ারি, ২০১৬, ০৩:০২:৪৯ দুপুর
মেডিসিন ওয়ার্ডে বগুড়ার একটা ছোট্ট ছেলে ভর্তি ছিল। শর্টকেসে বাচ্চাটাকে বসানো হয়েছিল। বাচ্চাটা এরপর তার পাশে গেলেই বলত , 'এই তুমার স্টেটিস্টুপ দিয়া আমার মারমারটা দেখোতো।' ওর কথা শুনে আমরা সবাই খুব হাসতাম। আড়ালে গেলে মন খারাপ হয়ে যেত।
শিশু বিভাগে একটা বাচ্চা আমাকে দেখলেই কিছুক্ষন হা করে তাকিয়ে থাকত। এরপর আমার চশমা নিয়ে কাড়াকাড়ি করত। বিকাশ স্যার বলতেন,' কিভাবে মনোযোগ দিতে হয়, বাচ্চাদের দেখে শিখ।'
বহু রোগীর মৃত্যুর সময় পাশে ছিলাম। একবার মৃত্যুর আগে এক রোগীকে কালেমা পড়িয়ে দিলাম। রোগীর লোকজন কেমন কেমনভাবে যেন তাকিয়ে রইল। এমন মাথাপাগল ডাক্তার বোধহয় আর দেখেনি।
প্রিয় এক স্যার বলেছিলেন, 'তুমি যদি গুমড়ামুখো হও তবে তোমার ডাক্তার হওয়া উচিত হয়নি।'
আরেকজন স্যার বলেছিলেন, 'রোগীকে তোমার কথা যেন টাকা দিয়ে কিনতে না হয়।'
রোগীর মাথায় হাত রাখা আমার পুরনো অভ্যাস। হাতটা রাখার পরপরই একটা আত্বিক প্রশান্তি উপলব্ধি হয় । মুখ দিয়ে স্বতঃস্ফুর্ত ভাবে বের হয়, 'ইনশাআল্লাহ আপনি ভালো হয়ে যাবেন।' আমাদের আলোর দিশারী রাসুল (সাঃ) রোগী দেখতে গেলে এটা বলতেন। তাই যেদিন মহান আল্লাহ পাকের নাম নিয়ে ইন্টার্নী শুরু করলাম, সেদিনই প্রার্থনা করেছিলাম, আমি যেন এটা অভ্যাস বানিয়ে ফেলতে পারি। জান্নাতের ফল আহরনের এই সওয়াব থেকে আমি যেন বঞ্চিত না হই। আমীন।
বিষয়: বিবিধ
১০৭৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার জন্য ঈর্ষা হয়!!!
আল্লাহতায়ালা আপনাকে কবুল করুন!!
জাযাকাল্লাহ..
আল্লাহ আপনাকে হেফাযত করুন
মন্তব্য করতে লগইন করুন