ঘুমপাড়ানি গান
লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ০২ ফেব্রুয়ারি, ২০১৬, ১০:৩০:১৮ রাত
ফেসবুক টাইমলাইন জুড়ে নতুন পিচ্চিদের ছবি ! আর একপাশে তাদের বাবা-মা সলজ্জ হাসিতে জানাচ্ছেন, তারা নতুন অতিথি পেয়েছেন। আলহামদুলিল্লাহ আমরাও মামা-চাচ্চু হয়ে গেলাম। সেই নতুন বাবা-মাদের জন্য কিছু পুরনো ঘুম পাড়ানি /কান্না থামানোর ছড়া -
১/
তাই তাই তাই
মামুগো বাড়ী যাই,
মামুর আতে মুয়াডা
কাইড়্যা বাইড়্যা খাই।
মামী আইলো নাটি নিয়া,
পলাই পলাই।
২/
উলি লুলিরে
কাল ভাদরের ছাও
পাইল্লা লইল্লা ডাঙ্গর করলাম
ফড়িং ধইরা খাও।
ওলী ওলী মামুদালী
ঊদুড়ালীর ছাও,
মায়ে গেছে গাঙে
শুয়্যা ঘুম যাও।
আইচ্যা ভইরা খুদ দিমু
নাইচ্যা নাইচ্যা খাও।
৩/
মাগো মা নাহামু কনে?
দজাওলা বাড়ির ঘাটে,
চুল হুগামু কনে ?
বাঁশের আগায়,
বাঁশের আগায় ছিবড়া,
বউ করে কুহুড়া,
ক্যা লো বউ কান্দোস ক্যা ?
ঘুঘু আমারে মাল্লো ক্যা ।
ঘুঘুরে মারুম , ঘুঘুরে মারুম
আউল্যা চ্যাল দিয়া,
সেই ঘুঘুরে বিয়ায় যামু
কদমী তলী দিয়া,
কদমী তলী ঝুড়ি ঝুড়ি
রক্ত পড়ে ধারে,
সেই রক্ত তুইল্যা দিমু
মহাজনের ঘাড়ে।
৪/
মাইজালি লো মাইজালি
কামুড় দিয়া ফুলাইলি,
ঘরে আছে লাঙল জোয়াল
বাইরে আছে ঈশ,
এমুন কইরা ঝাইরা দিমু
মাইজালির বিষ।
৫/
আদা পাদা
বুইরা বলদের নাদা,
হুগইলে গহী পুল্লে ছাই
আমার নাহাল কবিরাজ
দুনিয়াতে নাই।
দাদা জানে আদা পড়া,
নানা জানে নানা পড়া।
ফাল দিয়া পড়লাম পাগাড়ে,
পাগাড় থনে উডাইলাম মাটি
বাও বাতাসের মাতা কাডি
হাতে গেলে হাতে কাডি
পায়ে গেলে পায়ে কাডি।
(কার্টেসি- বাংলা একাডেমি প্রকাশিত 'বাংলাদেশের লোকজ সংস্ক্রৃতি গ্রন্থমালা' ও ডা.কামাল উদ্দিন)
বিষয়: বিবিধ
১২৪৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন