নিসংগ সারথীরা
লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ১৫ জানুয়ারি, ২০১৬, ১১:১১:১৯ রাত
এই দিনগুলো আসবেই, সুনিশ্চিত বার্ধক্যের পথে সবাইকেই যেতে হবে। তারপরও আমরা কিভাবে তাদেরকে নিসংগ বৃদ্ধাশ্রমে পাঠাই ?
******
নিসংগ সারথীরা কখনো বিষন্ব হয় না !
ধুমায়িত কুয়াশায় এলোমেলো নিরব পথ,
হাতের ডানের সেই
কালচে সবুজ দেয়াল,
পুরনো দোতলা বাড়ির ছোট্ট বারান্দার
আলো-ছায়ার পথ;
একলা বিকেল কিংবা গম্ভীর গলার
পুরনো গানের সুর !
এক মুহুর্তের বেশি তন্ময় করে রাখে না।
নিসংগ সারথীরা কখনো বিষন্ব হয় না !
মরা নদীর একটু খানি শুকনো বালু,
পেছনে পরে থাকে
দিগন্তের রেখা ছুয়ে,
বাদামের মাঠে চাঁদের আলোর
হিম ধরানো হাওয়া;
নেশা ধরানো সুখ !
এক পলকের বেশি মাতাল করে রাখে না।
নিসংগ সারথীরা কখনো বিষন্ব হয় না।
ডা. মো. তরিকুল হাসান; ২৯/১২/১৪ ; ঢাকা।
বিষয়: বিবিধ
১২৫৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঠিক ঠিক
মন্তব্য করতে লগইন করুন