নিসংগ সারথীরা

লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ১৫ জানুয়ারি, ২০১৬, ১১:১১:১৯ রাত



এই দিনগুলো আসবেই, সুনিশ্চিত বার্ধক্যের পথে সবাইকেই যেতে হবে। তারপরও আমরা কিভাবে তাদেরকে নিসংগ বৃদ্ধাশ্রমে পাঠাই ?

******

নিসংগ সারথীরা কখনো বিষন্ব হয় না !

ধুমায়িত কুয়াশায় এলোমেলো নিরব পথ,

হাতের ডানের সেই

কালচে সবুজ দেয়াল,

পুরনো দোতলা বাড়ির ছোট্ট বারান্দার

আলো-ছায়ার পথ;

একলা বিকেল কিংবা গম্ভীর গলার

পুরনো গানের সুর !

এক মুহুর্তের বেশি তন্ময় করে রাখে না।

নিসংগ সারথীরা কখনো বিষন্ব হয় না !

মরা নদীর একটু খানি শুকনো বালু,

পেছনে পরে থাকে

দিগন্তের রেখা ছুয়ে,

বাদামের মাঠে চাঁদের আলোর

হিম ধরানো হাওয়া;

নেশা ধরানো সুখ !

এক পলকের বেশি মাতাল করে রাখে না।

নিসংগ সারথীরা কখনো বিষন্ব হয় না।

ডা. মো. তরিকুল হাসান; ২৯/১২/১৪ ; ঢাকা।

বিষয়: বিবিধ

১২৬৬ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357012
১৬ জানুয়ারি ২০১৬ রাত ১২:০০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : নিসংগ সারথীরা কখনো বিষন্ব হয় না

ঠিক ঠিক
১৬ জানুয়ারি ২০১৬ দুপুর ১২:২০
296292
তরিকুল হাসান লিখেছেন : ধন্যবাদ ।
১৬ জানুয়ারি ২০১৬ দুপুর ১২:২০
296293
তরিকুল হাসান লিখেছেন : ধন্যবাদ ।
357020
১৬ জানুয়ারি ২০১৬ রাত ০১:৫২
আফরা লিখেছেন : বৃদ্ধাশ্রম নিসংগ হবে কেন !! সেখানে অনেক বৃদ্ধা, বৃদ্ধরা থাকেন । সেখানে তাদের বিভিন্ন বিনোধনের ব্যাবস্থা আছে , এর তারা পরস্পর গল্প করতে পারে ।
১৬ জানুয়ারি ২০১৬ দুপুর ১২:২১
296294
তরিকুল হাসান লিখেছেন : বৃদ্ধ বয়সে আপনজনের সংগই বেশি কাম্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File