হাতছানি

লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ০৪ ডিসেম্বর, ২০১৫, ১০:২৯:০১ রাত

এই পাহাড়ের সবুজ দেখ,

দেখ নিরব বন,

নীল আকাশের মায়ায় পড়ে,

জাগবে শিহরন।

হাত বাড়িয়েই নাওনা ছুয়ে,

শীতল ঝর্নাধারা,

লাজুক সুরে ডাকবে কোকিল,

হবে পাগল পারা।

হিমেল হাওয়া বইবে দূরে,

আকুল হবে মন,

ঝরবে শিশির নিশির কন্ঠে,

মাতাল আলোড়ন।

জোছনা ছোয়া পাতার বাঁশি,

শুনবে কিনা বল ?

নিযুত কন্ঠে অযুত পাখি,

ডাকে তোমায় চল।

২১/০৩/১২, রংপুর।

বিষয়: বিবিধ

৯০৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352697
০৪ ডিসেম্বর ২০১৫ রাত ১১:০৪
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান। অনেক সুন্দর লিখেছেন।
০৫ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৫৮
292898
তরিকুল হাসান লিখেছেন : আলহামদুলিল্লাহ।
352699
০৪ ডিসেম্বর ২০১৫ রাত ১১:০৯
আফরা লিখেছেন : কবিতাটা সুন্দর হয়েছে ।ধন্যবাদ।
০৫ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৫৮
292899
তরিকুল হাসান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
352710
০৫ ডিসেম্বর ২০১৫ রাত ০১:১৪
শেখের পোলা লিখেছেন : চলুন কোথায় যেতে হবে৷ ছন্দ ভাল লাগল৷৷
০৫ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৫৯
292900
তরিকুল হাসান লিখেছেন : হ্যা চলুন বেরিয়ে পরি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File