কেন ?
লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ১৪ অক্টোবর, ২০১৫, ১২:০১:১৭ রাত
পাহাড় কেন আকাশ দেখে
কাটায় নিঝুম রাত,
সাগর কেন নদী পেলেই
বাড়ায় বলো হাত ?
সবুজ ঘাসের মায়ায় শিশির
ঝরছে দেখ অই,
বৃষ্টি দেখ মিষ্টি হাওয়ায়
খুজছে সখি কই ?
অচিন পাখি গাইছে যে গান
তাল কাটেনা সুর,
ভাংগা ঘরে চাঁদের আলোর
মন মানেনা দুর।
নিশীথ ক্ষনে একলা কেন
ঝিঝির দলে ঢুকে
পালিয়ে যেতে ইচ্ছে করে
বিরান চরের বুকে ?
(১০.১০.২০১৫/ ঢাকা)
বিষয়: বিবিধ
৯৬৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন