এই মাটি

লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ২৯ মে, ২০১৫, ০৮:০০:৩৯ রাত



পেছনে ফিরে দেখি

সবুজ পাতাটা আর সবুজ নেই

শুকিয়ে গেছে অবহেলায়,

ঘাসের উপর হাসতে থাকা

শিশির বিন্দুটাও মিলিয়ে গেছে,

ভোরের মিষ্টি রোদের হাত ধরে।

হাসতে হাসতে ঢেউয়ের বুকে

কত পানকৌড়ি উড়ে গেল,

জানাই হলো না।

সুরমা নদীর তীর ছুয়ে

বয়ে গেল ভেজা হাওয়া,

বালুর ঘরে পা দেয়া গেল না।

পেছনের আলোর পাহাড়ে

নেমে এল বিষম নিশি।

মহাকালের অনন্ত সময়ের

কত কাল পেরিয়েছে ?

খোজ নেয়ার সময় পাইনি;

অথচ পায়ের নিচের ভুমি

ঝরঝর করে বলে ওঠল একদিন

এই মাটি থেকে তোমাকে

সৃষ্টি করা হয়েছিল,

এই মাটিতেই তোমাকে

ফিরে যেতে হবে,

এই মাটি থেকেই তোমাকে

আবার উঠানো হবে।

(২৫/০৫/১৫; ঢাকা)

বিষয়: বিবিধ

৮১৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

323326
২৯ মে ২০১৫ রাত ০৯:৫৯
অনেক পথ বাকি লিখেছেন : অনেক অনেক সুন্দর লিখেছেন। ধন্যবাদ
২৯ মে ২০১৫ রাত ১১:৩৭
264727
তরিকুল হাসান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
323651
৩১ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৩৫
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসসালামু আলাইকুম। খুব সুন্দর ছন্দে মিলানো জীবনবোধের কবিতা।
০৩ জুন ২০১৫ সকাল ১১:৫৩
266002
তরিকুল হাসান লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File