ওয়ান ডে প্লেয়ার !
লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ১৪ এপ্রিল, ২০১৫, ০৮:২৮:১৭ সকাল
আজ পহেলা বৈশাখ ,
ভোরে চায়না মোবাইলের
অ্যালার্ম শুনে ; চমকে উঠি
আজ পহেলা বৈশাখ
কোরিয়ান ফ্যশন হাউসের লেটেস্ট পাঞ্জাবি
নাকি জুব্বা?
উহু আলখাল্লা !
নেহায়েত মন্দ নয়ত ;
ঢুকে পরলাম আলখাল্লার ভিতর ,
শুষে নিলাম জাপানি পারফিউম -
নতুন এসেছে বাজারে ,
হিলশা ফ্ল্যভারে
এক্কেবারে অসাম
যাব রমনার বটমুলে ;
বেলা গড়ালেই শুরু হবে
চলচ্চিত্র উতসব ;
বলিউড -হলিউড থেকে এনেছে
ভালো ভালো ছবি
ডোন্ট মিস বয় ;
মিস বয় নাকি মিসেস বয় ?
নট সো ক্লিয়ার কেননা
হাইজেনবার্গ সব সময় সন্দেহ প্রবন
সে যাই হোক
একুশেতে গিয়েছিলাম একুশের কনসার্টে
এসেছিল একালের হার্টথ্রুব
সীমান্ত পেরিয়ে,
বৈশাখেও আসবে নাকি ?
থাক না আসাই ভালো ;
ফরমালিন যুক্ত ইলিশ খেয়েছি ,
খেয়েছি রাত জাগা জলে ডোবা ভাত ,
হয়ে গেছি বাঙ্গালি ওয়ানডে প্লেয়ার
একুশের শহীদের বুকে পা দিয়ে
শুনেছিলাম ওপারের গান
আজ কি আর তা চলে ?
পেটের ইলিশ যদি দেয় কামড় ;
ডাকে যদি ঘন ঘন পেছনের ঘর ?
থাক বাবা হতে চাইনা বোল্ড।
বিষয়: বিবিধ
১১১০ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমরা কয়েক বছর ধরে বাংলাদেশে ইসলামী নববর্ষ পালন করছি । এবার আমরা ১৫ অক্টোবর ২০১৫ খৃস্টাব্দ মোতাবেক ১ লা মহররম ১৪৩৭ হিজরী তারিখ ইসলামী নববর্ষ পালন করবো । আশা করি আপনারাও আমাদরে সাথে একাত্মতা ঘোষনা করে নিজেদের ইমান ও আমলকে সুদৃঢ় করার পাশাপাশি দুনিয়া ও আখিরাতের কামিয়াবী হাসিল করবেন । বিস্তারিত জানার জন্য আমার এই লেখাটা পড়ুন : http://www.today-bd.net/blog/blogdetail/detail/1864/fakhrul/63998#.VSySy_D4bCA
মন্তব্য করতে লগইন করুন