সংগী (ছোটগল্প)
লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ৩১ মার্চ, ২০১৫, ১২:১৬:২৬ দুপুর
চট্টগ্রাম থেকে ঢাকা প্রায় ২৬৪ কি.মি. পথ। বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা শেষে বাসায় যাচ্ছিলাম। বরাবরের মতই নাইট কোচে। রাতের জার্নি বেশ ভাল লাগে আমার। হালকা শীত শীত পরিবেশে অন্ধকারের বুক চিড়ে বাস চলতে থাকে আর অজানা একটা শিহরন কাজ করে বুকের খুব গভীরে। রাস্তার পাশে অচিন গাঁয়ের দূর কোন বাড়ীতে হয়ত জ্বলছে কোন আলো, কখনোবা ঘুম ঘুম চোখে হঠাৎ দেখবেন নিশিজাগা কিছু মানুষ। আমার পাশের সিটের ভদ্রলোক বেশ মিশুক প্রকৃতির। দশ মিনিটের মাথায় আপনি থেকে তুমি সম্বোধনে নেমে এলেন। কিছুক্ষন পর হেসে বললেন 'বাবা জ্বিন-পরীতে কি তুমি বিশ্বাস কর?' আমার উত্তরের অপেক্ষা না করে তিনি বলতে লাগলেন। 'আমিও একসময় বিশ্বাস করতাম না। তোমার চাচীকে কতবার বলেছি, এসব ভুয়া, অলিক-কল্পনা মাত্র। তারপর একদিন হেমন্তের মাঝ রাত্রে . .
এই গভীর রাতে ভুতের গল্প শোনার কোন মন-মানসিকতা ছিলনা। তার উপর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে আমার বেশ ঘুম পায় । বড় একটা হাই তুলতে তুলতে আমি গভীর ভাবে ঘুমিয়ে গেলাম। স্বপ্নে দেখলাম লুংগী পড়া একটা শিং ওয়ালা জ্বিন এসে আমাকে বলল, 'পান খাবি ?' আমি খাব না বলতেই আমার সাদা শার্টে পিচকারী ফেলল। আমি লাফ দিয়ে উঠলাম। ঘুমটা ভেংগে গেল। উঠে দেখি জানালা দিয়ে বৃষ্টির পানি এসে আমাকে ভিজিয়ে দিয়ে গেছে।
আমাকে জাগতে দেখে ভদ্রলোক বললেন, 'ও আচ্ছা ঘুম ভাংলো তাহলে, আমি তো ভেবেছিলাম এক ঘুমেই জার্নি শেষ করে দেবে। তা যা বলছিলাম ছোট চাচার বিয়েতে গরুর মাংসে ঝোল দিয়েছে কম . .
ভুতের গল্প থেকে ভদ্রলোক কিভাবে যেন চাচার বিয়েতে চলে এসেছেন। উনার গল্পের কি শেষ হবে না ? ভারী যন্ত্রনা হল দেখছি !
'ঝাল ঝাল করে অল্প ঝোলের গরুর মাংস খাওয়া সবে শুরু করেছি, আর তখনই মেঝো চাচা হুঙ্কার দিয়ে উঠলেন, এই উঠো সবাই ! এই বিয়ে এখানেই শেষ। আমরা সবাই থতমত খেয়ে গেলাম। এত আয়োজন মুহুর্তেই লন্ডভন্ড হয়ে গেল। জানা গেল, যে মেয়ের সাথে ছোট চাচার বিয়ে হওয়ার কথা ছিল তাকে মাঝে মাঝে জ্বিনে ধরে ! সুন্দর মেয়েছেলে হলে যা হয় আর কি ! বদমাশ জ্বিনের তো আর অভাব নেই !'
'ইয়ে মানে ...আর ছেলেমানুষ সুন্দর হলে পরীরা এসে বদমায়েশী করে, তাই না?'
কথাটা যোগ করেই ফিক করে হেসে ফেললাম। হাসাটা উচিত হয় নি । ভদ্রলোক প্রচন্ড মনখারাপ করলেন। মন খারাপ করা অবস্থায় ভদ্রলোককে তো বেশ লাগছে। কে জানে ভদ্রলোকের আশেপাশে কিছু পরী ভীড় করছে কিনা ?
বিষয়: বিবিধ
৯৯৭ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এইসব রটনা কখনো একজন মেয়ের জন্য বিয়ের ক্ষেত্রে ব্যাপক সমস্যা হয়ে দাঁড়ায়!!!! তাই মানুষের মন থেকে এইসব ফালতু বিশ্বাস দূর করা খুবই জরুরী!
হা হা হা হা, ভাল লাগলো। ধন্যবাদ আপনাকে..
মন্তব্য করতে লগইন করুন