ঐতিহাসিক বুলেট !

লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ১৫ মে, ২০১৪, ০১:১১:৩৪ দুপুর



একাত্তরের অগ্নিঝরা দিনগুলোর সাক্ষী এই রক্তাক্ত বুলেট। ৪৩ বছর ধরে তিলতিল করে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার মিলনবাজারের মোমেনা খাতুন বয়ে বেড়াচ্ছিলেন এই ঐতিহাসিক স্মারক। বয়সের ভাড়ে নুহ্য মোমেনা খাতুনের ৪৩ বছরের কষ্ট লাঘব হল রংপুর মেডিকেল কলেজের সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বিমল চন্দ্র রায়ের নেতৃত্বে একদল দক্ষ সার্জনের আন্তরিক প্রচেষ্টায়। একাত্তরে পাক-বাহিনী লালমনিরহাটের হাতিবান্ধায় চালায় বর্বর হত্যাযজ্ঞ। এসময় বাবার হাত ধরে পালাচ্ছিলেন ১১ বছর বয়সী মোমেনা খাতুন। এসময় হানাদারদের ছোড়া একটি বুলেট এসে বিদ্ধ হয় মোমেনা খাতুনের গলায়। পরবর্তীতে তিনি প্রানে বাচলেও বুলেটটি বের করা সম্ভব হয় নি। গত ৬মে ২০১৪ একটি সফল অপারেশনের মাধ্যমে এটি বের করা হয়।



বিষয়: বিবিধ

৯৪৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

221806
১৫ মে ২০১৪ দুপুর ০২:১১
হতভাগা লিখেছেন : রোগীর ছবি কৈ ? অপারেশনের পূর্বে এবং পরে গলার এক্সরে/আল্ট্রাসনো কোথায় ?

এটা তো একটা ইলেকটিভ কেস ছিল , এসব তো থাকার কথা ।
১৫ মে ২০১৪ দুপুর ০৩:২১
169238
তরিকুল হাসান লিখেছেন : জি এগুলো সংরক্ষিত আছে। ধন্যবাদ।
221865
১৫ মে ২০১৪ দুপুর ০৩:৪৭
ফেরারী মন লিখেছেন : সব শেয়ার করেন আমরা জানতে চাই।
১৫ মে ২০১৪ বিকাল ০৫:৫৪
169328
তরিকুল হাসান লিখেছেন : অনেক ধন্যবাদ।
224032
২১ মে ২০১৪ রাত ০৪:২৪
২১ মে ২০১৪ দুপুর ০৩:০৯
171438
তরিকুল হাসান লিখেছেন : অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File