ঠাডা (বজ্রপাত) (ছোটগল্প)

লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ১০ মে, ২০১৪, ০৯:১৯:৪২ সকাল



বাসে মেয়েদের পাশে সিটে বসা বেশ অস্বস্তিকর। ফ্রিজে ঢুকানো পুরনো শসার মত চুপসে বসে থাকতে হয়। ইচ্ছে হলেই টুপ করে ঘুমিয়েও পরা যায় না। মাঝে মাঝেই সাগরকে এমন ঝামেলায় পড়তে হয় । আজও এমন হল। বাসে উঠেই মেজাজ খারাপ হয়ে গেল তার। এক মেয়ে বসে আছে তার পাশের সিটে। তাকে দেখেই মেয়েটা হাসি হাসি মুখ করে প্রশ্ন করলো

'কোথায় যাবেন ভাইয়া ?'

'অপরিচিত মেয়েদের সাথে কথা বলা ঠিক নয়' তার দাদু প্রায়ই বলে।একটু ইতস্তত করে সে বলল

'. . বগুড়া'

'আমিওতো বগুড়া যাব!'

'ও আচ্ছা'

'আপনার বাসা কি ঢাকায়?'

'না, এখানেই'

'এখানে কোথায়? '

'জৈনা বাজার'

'আরে জৈনা বাজার তো আমার নানার বাড়ি'

'ও আচ্ছা!'

'ভাইয়া, বাসে আমার বমি বমি লাগে! আমি কি জানালার পাশে বসতে পারি?'

সাগরের মন খারাপ হয়ে গেল। জানালার পাশের সিট ছেড়ে দিতে একটুও ভাল্লাগছে না! কিন্তু কি আর করা. .

'আচ্ছা ভাইয়া, আমাদের বগুড়া যেতে কতক্ষন লাগতে পারে?'

'ভাইয়া আপনি বগুড়া কেন যাচ্ছেন?'

'আপনি তো বেশ হ্যান্ডসাম!'

'আপনি অনেক গুছিয়ে কথা বলেন তো!'

. . .

সময়ের সাথে পাল্লা দিয়ে ওদের গল্প বাড়তে লাগল। যথা সময়ে ওদের সংগে তৃতীয় আরেকজন যুক্ত হল। যার নাম ইবলিশ। যে আল্লাহকে বলেছিলঃ "আপনি আমাকে যেমন

উদভ্রান্ত করেছেন, আমিও অবশ্য

তাদের জন্যে আপনার সরল

পথে বসে থাকবো। এরপর তাদের

কাছে আসব তাদের সামনের দিক

থেকে, পেছন দিক থেকে, ডান দিক

থেকে এবং বাম দিক থেকে।

আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ

পাবেন না।" [সূরা আল-আ'রাফঃ ১৬-১৭]

ওরা 'আপনি' থেকে নেমে এল 'তুমি'তে।

***

'আমার মাথাটা একটু ধরেছে' সাগর বলল। 'আমার কাছে ওষুধ আছে'

'ওষুধ খেতে ইচ্ছে করছে না।'

'উহ, খাব না বললেই হল!'

ব্যাগ থেকে কি একটা ক্যাপসুল বের করল মেয়েটা। পানি দিয়ে খাইয়ে দিল যত্ন করে। মুগ্ধ হয়ে গেল সাগর। মেয়েটা কত কেয়ারিং। বুকের একপাশে চিনচিন করে 'বেজে উঠল সুখের মত ব্যাথা'। একটা মধুর আবেশে কেমন ঘোরের মত লাগল সব কিছু। মেয়েটা একটা টিফিন ক্যারিয়ার থেকে কিছু খাবার বের করল। আপনজনের মত খাইয়ে দিল ওকে। আহা ,মেয়েটা এত ভাল কেন? এমন একটা মেয়ে যদি . . আর ভাবা গেল না, আস্তে আস্তে চোখ জুড়ে নেমে এল গভীর ঘুম! আধাঁরের দেশে শুরু হল নিরন্তর পথ চলা. .

***

'এই ভাই উঠেন! উঠেন!'

'অ্যা?'

'নামেন! তাড়াতাড়ি নামেন!'

'বগুড়ায় কি চলে আসছি?'

'বগুড়া? না, এইডা রংপুর! বগুড়া ত বহুত আগেই পার হইয়্যা আসছি!'

'আমার ব্যাগ কই?'

'ব্যাগ? '

'মানিব্যাগটাও তো নাই দেখছি? '

'ধুর মিয়া! এমনে ঘুমাইলে তো আপনেরেও কবে নিয়া যাইব! নামেন ত!'

'অ্যা ! মোবাইলওতো নাই ! আশ্চর্য! আমার সংগের মেয়েটা গেল কই? '

'আপনেরে দেইখাত বেকুব মনে হয় না, কিন্তু কাজ-কারবারগুলা সব বেকুবের মতই করছেন ! ভদ্দরলোক! সুন্দরী মাইয়া দেখলে আর হুশ থাহেনা? এহন ঠেলা বুঝেন!'

-------

আমার লেখা আরো কিছু ছোটগল্প-

ডাক দিয়ে যাই . .

তৃতীয় পক্ষ !

রুপালী তাঁরা !

বিষয়: বিবিধ

১৬৯৯ বার পঠিত, ৩০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

219697
১০ মে ২০১৪ সকাল ০৯:৪১
হতভাগা লিখেছেন : এইসব সুন্দরী মেয়েরা বিভিন্ন বেশে প্রতারনা করেই যায় । চেহারার সাথে সুমিষ্ট ব্যবহারও তাদের পুঁজি ।
১০ মে ২০১৪ সকাল ১০:১৩
167463
তরিকুল হাসান লিখেছেন : স হ ম ত । অনেক ধন্যবাদ ।
219699
১০ মে ২০১৪ সকাল ০৯:৪৭
জোনাকি লিখেছেন : Happyভালোই লাগলো। ধন্যবাদ
১০ মে ২০১৪ সকাল ১০:২৫
167465
তরিকুল হাসান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ।
219703
১০ মে ২০১৪ সকাল ১০:০২
লোকমান লিখেছেন : গল্প তবে বাস্তবতার সাথে রয়েছে দারুন মিল। উপস্থাপনাও হয়েছে চমৎকার। এর আগেও আপনার একটি ছোট গল্প পড়েছি ভালো লেগেছিল খুব এবারও তার ব্যতিক্রম হয়নি।

তবে "ঠাডা" গল্পের সাথে নামের কেমন যেন..
১০ মে ২০১৪ সকাল ১০:৪৪
167471
তরিকুল হাসান লিখেছেন : এরকম পরিস্থিতিতে ছেলেটার অনুভুতি অনেকটা বজ্রপাত হওয়ার মত । তাই এরকম নাম । আমার আগের গল্পটাও পড়েছেন জেনে ভাল লাগল ।
219712
১০ মে ২০১৪ সকাল ১০:২১
মনটা আমার বাঁধনহারা লিখেছেন : অনেক সুন্দর লিখেছেন। Rose Rose Rose Rose
১০ মে ২০১৪ সকাল ১০:৪৪
167473
তরিকুল হাসান লিখেছেন : অনেক ধন্যবাদ ।
219713
১০ মে ২০১৪ সকাল ১০:২২
বিন হারুন লিখেছেন : অর্থ, নারী আর ক্ষমতা. এই তিন জিনিষে রয়েছে পুরুষের দূর্বলতা.
১০ মে ২০১৪ সকাল ১০:৪৪
167474
তরিকুল হাসান লিখেছেন : স হ ম ত ।
219715
১০ মে ২০১৪ সকাল ১০:২৯
আওণ রাহ'বার লিখেছেন : একবার আমার সামনের সিটের দিনদুপুরে জলজ্যান্ত জাগ্রত একটা লোকের টাকা কেটে ধরা খেয়েছিলো এক মহিলা।
স্ট্রেঞ্জ এখনও আমি(!!!)
ভদ্রলোক বেশ এক্সপ্রিয়েন্সড ছিলেন তাই ধরতে পেরেছিলেন।
১০ মে ২০১৪ সকাল ১০:৪৫
167476
তরিকুল হাসান লিখেছেন : হ্যা এরকম ঘটনা প্রায়ই ঘটছে ।
১০ মে ২০১৪ সকাল ১০:৪৬
167477
বিন হারুন লিখেছেন : মনেহয় ভদ্রলোক বয়স্ক ছিলেন. তাই ওষুধে কাজ করে নি Tongue
১০ মে ২০১৪ সকাল ১১:০২
167484
আওণ রাহ'বার লিখেছেন : হুমমম ভদ্রলোক বয়স্ক ছিলেন তিনি বুঝতে পেরেছিলেন এবং ঐ মহিলাকে হুমকি ধামকি লোভ দেখিয়ে টাকাটা উদ্ধার করে উক্ত মহিলাকে ওয়াদা অনুযায়ি ১০০ টাকা দিয়েছিলেন।
219736
১০ মে ২০১৪ সকাল ১১:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ডিজিটাল নারি স্বাধিনতা!!!!
১০ মে ২০১৪ দুপুর ১২:০১
167487
তরিকুল হাসান লিখেছেন : অনেক ধন্যবাদ ।
219767
১০ মে ২০১৪ দুপুর ১২:৪৭
আবু বকর সিদ্দিক লিখেছেন : গল্প হলেও মাঝে মাঝে এমন কিছু সত্য ঘটনা শোনা যাই। ভালো লাগলো।
১০ মে ২০১৪ দুপুর ০৩:২৮
167586
তরিকুল হাসান লিখেছেন : অনেক ধন্যবাদ ।
219816
১০ মে ২০১৪ দুপুর ০১:৪৪
শিশির ভেজা ভোর লিখেছেন : Fantastic হয়েছে Fantastic
১০ মে ২০১৪ দুপুর ০৩:২৯
167587
তরিকুল হাসান লিখেছেন : ধন্যবাদ ।
১০
219834
১০ মে ২০১৪ দুপুর ০৩:০৮
ডাঃ নোমান লিখেছেন : আপ্নের ডাক নাম কি সাগর ডাক্তার সাব?
১০ মে ২০১৪ দুপুর ০৩:৩০
167589
তরিকুল হাসান লিখেছেন : খুব সম্ভবত আমার এক পরিচিত ডাক্তার, ডা নোমান এর ডাক নাম সাগর হয়ে থাকবে ।
১১
220049
১১ মে ২০১৪ রাত ০১:২৯
আমীর আজম লিখেছেন : শিশির ভেজা ভোর লিখেছেন : Fantastic
হয়েছে Fantastic
১১ মে ২০১৪ দুপুর ১২:১৪
167816
তরিকুল হাসান লিখেছেন : ধন্যবাদ ।
১২
220483
১২ মে ২০১৪ রাত ০৪:২২
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনি কতবার এমন সমস্যায় পড়ছেন বলেন দেখি।
১২ মে ২০১৪ সকাল ০৫:৪৪
168079
তরিকুল হাসান লিখেছেন : আল্লাহর রহমতে এমন ঠাডা আমার উপর পড়েনি । অনেক ধন্যবাদ।
১৩
220495
১২ মে ২০১৪ সকাল ০৯:২৯
রেহনুমা বিনত আনিস লিখেছেন : অসাধারন!
১৩ মে ২০১৪ সকাল ১০:৪৮
168454
তরিকুল হাসান লিখেছেন : ধন্যবাদ ।
১৪
231373
০৬ জুন ২০১৪ বিকাল ০৪:৪৭
নোমান২৯ লিখেছেন :






সুন্দর একটি ম্যাসেজ আছে গল্পে ।
ভালও হয়েছে বটে ।
শুভেচ্ছা ভাইয়া । Rose Rose Rose
০৭ জুন ২০১৪ সকাল ০৮:১৭
178392
তরিকুল হাসান লিখেছেন : অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File