ঘুরে আসুন রংপুর থেকে (ছবি ব্লগ)

লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ২৪ এপ্রিল, ২০১৪, ১০:১৪:০৩ রাত

রংপুর বাংলাদেশের অন্যতম সুন্দর স্থান । দেশী ও বিদেশী পর্যটনের অপার সম্ভাবনাময় এ অঞ্চলে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান । তন্মদ্ধে উল্লেখযোগ্য হল -

১/তাজহাট জমিদারবাড়ী



২/ভিন্ন জগত



৩/বেগম রোকেয়ার স্মৃতি বিজড়িত পায়রাবন্দ



৪/চিকলীর বিল



৫/আনন্দনগর



৬/ঝাড়বিশলা (কবি হেয়াত মামুদের সমাধি)



৭/রংপুর চিড়িয়াখানা



৮/কেরামতিয়া মসজিদ ও মাজার



৯/হাতী বান্ধা মাজার শরীফ

১০/মিঠাপুকুর তিন কাতারের মসজিদ

১১/শাশত বাংলা (মুক্তিযুদ্ধ জাদুঘর)

১২/গংগাচড়া রুহুল আমীন সুজা পীরের মাজার

১৩/দেওয়ানবাড়ির জমিদারবাড়ি

১৪/রংপুর কারমাইকেল কলেজ



১৫/ইটাকুমারী জমিদারবাড়ি

কিভাবে যাবেন রংপুর ?

ঢাকার মহাখালী, কল্যাণপুর, মোহাম্মদপুর এবং গাবতলী থেকে রংপুরগামী বেশ কয়েকটি বিলাস বহুল এসি ও নন এসি বাস রয়েছে। যেমন আগমনী, হানিফ, গ্রীন লাইন, টি আর ইত্যাদি । এসব বাসের ভাড়া ৫শ’ টাকা থেকে ১ হাজার টাকার মধ্যে। এছাড়া কমলাপুর রেলস্টেশন থেকে রংপুর এক্সপ্রেস সোমবার ছাড়া প্রতিদিন সকাল ৯টায় রংপুরের উদ্দেশে ছেড়ে আসে। রংপুরে ট্রেন ভাড়া ২শ’ থেকে ৭শ’ টাকা।

ঢাকা থেকে রংপুর আসতে সময় লাগবে সাড়ে ৬ থেকে ৭ ঘণ্টা। ট্রেনে লাগবে ৮ থেকে ৯ ঘণ্টা।

এছাড়াও বিমানে ঢাকা থেকে সৈয়দপুর এসে সেখান থেকে বাসে আসতে পারেন রংপুর ।

কোথায় থাকবেন ?

থাকতে পারেন পর্যটন মোটেলে । এছাড়াও জাহাজ কোম্পানী মোড়ে হোটেল পার্ক , হোটেল গোল্ডেন টাওয়ার , মেডিকেল মোড়ে বিজয় হোটেল, হোটেল সান ইত্যাদিতে থাকতে পারেন ।

বিষয়: বিবিধ

৩৮৫২ বার পঠিত, ২৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

212894
২৪ এপ্রিল ২০১৪ রাত ১০:১৬
সন্ধাতারা লিখেছেন : অনেক ভালো লাগলো ধন্যবাদ
২৪ এপ্রিল ২০১৪ রাত ১০:৩৪
161151
তরিকুল হাসান লিখেছেন : আপোনাকেও অনেক ধন্যবাদ ।Good Luck Good Luck
২৪ এপ্রিল ২০১৪ রাত ১০:৩৪
161152
তরিকুল হাসান লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ ।Good Luck Good Luck
212908
২৪ এপ্রিল ২০১৪ রাত ১০:৩২
egypt12 লিখেছেন : রংপুর তো দেখছি অনেক সুন্দর! বেড়িয়ে আসতে ইচ্ছে করছে :(
২৪ এপ্রিল ২০১৪ রাত ১০:৩৬
161154
তরিকুল হাসান লিখেছেন : জি , অনেক ভাল লাগবে ।Good Luck Good Luck
212913
২৪ এপ্রিল ২০১৪ রাত ১০:৪৬
সবুজেরসিড়ি লিখেছেন : দেখি এইবার দেশে গেলে রংপুর যাওয়া যাই কি না . . .
২৪ এপ্রিল ২০১৪ রাত ১১:১৩
161163
তরিকুল হাসান লিখেছেন : অনেক ধন্যবাদ ।
212921
২৪ এপ্রিল ২০১৪ রাত ১১:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
আমি রাজশাহি বিভাগ ছাড়া বাংলাদেশের সকল থানাতেই গিয়েছি। রংপুরে এবং বগুড়াতে যাওয়ার ইচ্ছে অনেক দিন থেকেই। কিন্তু সময় ও আর্থিক কারনে সম্ভব হচ্ছেনা।
২৪ এপ্রিল ২০১৪ রাত ১১:১৪
161164
তরিকুল হাসান লিখেছেন : অনেক ধন্যবাদ ।
212928
২৪ এপ্রিল ২০১৪ রাত ১১:২৪
সমালোচক লিখেছেন : রংপুর নয় - শুদ্ধ করে লিখুনঃ অংপুর :-)

কিছু ছবি মনে হয় ঠিকমতো আপলোড হয়নি ?

২নং ছবির 'ভিন্ন জগত' কোন্‌ এলাকায় ?
২৫ এপ্রিল ২০১৪ রাত ০১:০৬
161183
তরিকুল হাসান লিখেছেন : হ বাহে অংপুর ।

মাঝখানের কয়েকটা স্থানের ভাল ছবি কালেকশনে নেই তাই ছবি দেই নি ।

এটা ভিন্ন জগতের আজব গুহা ।
212930
২৪ এপ্রিল ২০১৪ রাত ১১:৩০
বৃত্তের বাইরে লিখেছেন : ২নং ছবির জায়গাটা কোথায়! আমরা যে সময় রংপুরে ছিলাম এটা দেখিনি। নিরিবিলি সুন্দর শহর। অনেকদিন পর আবার দেখে ভাল লাগলো Good Luck Rose
২৫ এপ্রিল ২০১৪ রাত ০১:০৬
161184
তরিকুল হাসান লিখেছেন : এটা ভিন্ন জগতের আজব গুহা ।
212931
২৪ এপ্রিল ২০১৪ রাত ১১:৩০
ডাঃ নোমান লিখেছেন : আমিও অংপুর যামু।! উই মাছ দিয়া ভাত খায়া এলগাড়িত চড়ি ফিরি আসিম বাহে!
২৫ এপ্রিল ২০১৪ রাত ০১:০৮
161185
তরিকুল হাসান লিখেছেন : এলা হামাক নে যাইস বাহে । মুইও এলগাড়িত চড়িম ।
২৫ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩৪
161231
খালেদ সাইফুল্লাহ লিখেছেন : মুইও চড়িম বাহে । এলা আপ্নে একা যাইস না বাহে। আপ্নে কুন্ঠে বাহে ?
212941
২৫ এপ্রিল ২০১৪ রাত ১২:০৭
মাটিরলাঠি লিখেছেন : আনন্দ নগর ছাড়া কোনটাই দেখা হয় নাই। Sad

২৫ এপ্রিল ২০১৪ রাত ০১:০৮
161186
তরিকুল হাসান লিখেছেন : আমন্ত্রন রইল ।
212965
২৫ এপ্রিল ২০১৪ রাত ০২:৪৫
প্যারিস থেকে আমি লিখেছেন : দেখি সময় করতে পারি কিনা।
২৫ এপ্রিল ২০১৪ সকাল ১০:১০
161214
তরিকুল হাসান লিখেছেন : অনেক ধন্যবাদ ।
১০
212996
২৫ এপ্রিল ২০১৪ সকাল ০৭:৫৫
ইমরান ভাই লিখেছেন : রংপুরের মাজার/কবর গুলারে ভেঙ্গে মাটির সাথে মিশায়ে দেয়া দরকার নাহলে শির্কের আড্ডাখানা হয়ে দারাবে।
২৫ এপ্রিল ২০১৪ সকাল ১০:১২
161215
তরিকুল হাসান লিখেছেন : শির্ক থেকে অবশ্যই আমাদের দুরে থাকতে হবে ।
১১
213015
২৫ এপ্রিল ২০১৪ সকাল ১০:০৭
আমীর আজম লিখেছেন : হুমম্। সুন্দর, নিরিবিলি শহর রংপুর। দেখার আছে অনেক কিছু।
২৫ এপ্রিল ২০১৪ সকাল ১০:১২
161216
তরিকুল হাসান লিখেছেন : অনেক ধন্যবাদ ।
১২
213041
২৫ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩৫
খালেদ সাইফুল্লাহ লিখেছেন : অংপুর, মুই হেই এলাকার বড় ভাই । আমার ট্যাক্স কুন্ঠে ?
২৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪২
161254
তরিকুল হাসান লিখেছেন : সিলামালিকুম বড় ভাই । এই লন ট্যাক্স(~~) (~~)
১৩
213892
২৭ এপ্রিল ২০১৪ দুপুর ০২:১৫
প্রবাসী মজুমদার লিখেছেন : খুব ভাল লাগল। ছবির সাথে কথা বলে মজা পেযেছি। ধন্যবাদ।
২৭ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪০
162190
তরিকুল হাসান লিখেছেন : অনেক ধন্যবাদ আমার ব্লগে বেড়ানোর জন্য ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File