পাহাড়ের বাকে বাকে - ৬ষ্ঠ পর্ব ।

লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ২৬ মার্চ, ২০১৪, ০৪:৩২:২১ বিকাল

বগা লেক থেকে ফেরার পথে রামু থেকে রিজুক ফলসে যাওয়ার জন্য নৌকা ভাড়া করলাম ।

পথে সাংগু নদীর নিরাভরন সৌন্দর্য মুগ্ধতার আবেশ ছড়ালো । দু পাশে পাথুরে গাত্রে টলমলে পানির মোলায়েম আঘাতের মৃদু ধ্বনি আর মাতাল হাওয়ার ঝাপটায় কোথায় যে হারিয়ে গেলাম কোন কূল পাওয়া গেল না । সাংগু নদীতে এই নৌকা ভ্রমন আমার কাছে পুরো ভ্রমনের সবচেয়ে আকর্ষনীয় অংশ মনে হয়েছে । চারপাশে নিরব পাহাড় দাড়িয়ে আছে সগৌরবে । উচু পাহাড়ের কূল ঘেষে নেমে এসেছে এক অনিন্দসুন্দর ঝরনা ।

রিজুক ফলস !!!

রিজুক ফলসের ধারা সব মৌসুমেই বহমান থাকে ।সাংগু নদীর টানে সে পানি যেন পেরিয়ে এসেছে বহু পথ । নৌকা থেকে ঝটপট লাফিয়ে নামলাম ঝরনার শীতল পানিতে । পাথরের ফলার মত ধুম-ধাম পিঠের উপর পড়তে লাগল জল ধারা । ঝরনার পানিতে সুন্দর রংধনু সৃষ্টি হয়েছে । ঝরনা থেকে নেমে সাংগু নদীতে কিছুক্ষন ঝাপাঝাপি করলাম ।

ফেরার পথে বান্দরবান-রুমা এবং থানছি সড়কের ৫ মাইল নামকস্থানে শৈল প্রপাত নামক সুন্দর একটি ঝরনা দেখলাম। বান্দরবান শহর থেকে শৈলপ্রপাতে যেতে সময় লাগে ২০ থেকে ২৫ মিনিট।

বান্দরবান ফিরে রাংগামাটি যাওয়ার সিদ্ধান্ত নিলাম । রাতটা বান্দরবানে কাটিয়ে সকালে বাসে করে কাপ্তাই গেলাম । কাপ্তাই পানি বিদ্যুত প্রকল্পে সাধারনের প্রবেশ নিষেধ । পরিচিত এক ইঞ্জিনিয়ার আঙ্কেলের মাধ্যমে ভেতরে ঢুকতে পারলাম । ভেতরটা বেশ সাজানো গোছানো এবং সুন্দর ।

কাপ্তাই পানি বিদ্যুৎ প্রকল্প থেকে গেলাম রাংগামাটির দিকে । আকাবাকা সুন্দর রাস্তা ।

পথের পাশে কাপ্তাই এর অনন্য সুন্দর দৃশ্য । রাংগামাটি পৌছেই রাজ বন-বিহারে গেলাম । শান্ত ছিমছাম মনোমুগ্ধকর পরিবেশ । পাশেই চাকমা রাজার ভগ্ন রাজপ্রাসাদ । একপাশে চাকমা রাজার কোর্ট ।

রাংগামাটির মুল সৌন্দর্য কাপ্তাই লেক । ঝুলন্ত সেতুতে প্রচন্ড ভীড় । ভালভাবে দাড়ানোও যাচ্ছিল না । তাই বেশিক্ষন দেরি না করে নৌকা নিয়ে বেড়িয়ে পড়লাম । পড়ন্ত বিকেলে লেকে ছুটে চললাম দুর দিগন্তে । কালো পানির নিরব আলোড়ন আর মিষ্টি হাওয়ার দুলুনি ভাবালুতায় ডুবিয়ে দিল আমাকে । লেকে গোসল করার সিদ্ধান্ত নিলাম । লেকের জলে গোসল করে বেশ ঝরঝরে লাগল ।

রাংগামাটি থেকে ভ্রমনের ইতি টেনে রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম ।

বিষয়: বিবিধ

১৮৭২ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

198304
২৬ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪১
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৬ মার্চ ২০১৪ রাত ০৮:১৯
148350
তরিকুল হাসান লিখেছেন : অনেক ধন্যবাদ ।
198357
২৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সবগুলি লিখাই ভাল লাগল। অনেক ধন্যবাদ ছবি সহ এই সুন্দর সিরিজটির জন্য। রুমার পথে আগে ব্রিজ ছিলনা। তখন নদি পার হয়ে বেশ কষ্ট করে রুমা যাওয়া লাগত এবং তারপর হেটে বগা লেক। এখন সহজ হয়ে গেছে। কিন্তু ভয় হয় সিলেটের মাধবকুন্ডের মত এর ফলে পরিবেশ নষ্ট হয়ে যাবে।
২৬ মার্চ ২০১৪ রাত ০৮:২০
148352
তরিকুল হাসান লিখেছেন : ধন্যবাদ ভাইয়া ।
198539
২৭ মার্চ ২০১৪ রাত ০২:৩৩
মাটিরলাঠি লিখেছেন : খুবই ইচ্ছা করে এ অঞ্চলগুলোতে যেতে - কিন্তু সবার ভাগ্য হয়না। অনেক অনেক ধন্যবাদ সিরিজটির জন্য।

সিলেট ও পার্বত্য চট্টগ্রাম ও দেশের অনেক দর্শনীয় অঞ্চলের ছবি ও বিস্তারিত ব্লগ জগতে এসে জানতে পেরেছি। যা ব্লগে আসার আগে জানতাম না।

২৭ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৬
148602
তরিকুল হাসান লিখেছেন : সিলেট ও পার্বত্য চট্টগ্রাম দুটোতেই যাওয়ার তৌফিক হয়েছে ।আলহামদুলিল্লাহ ।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ।
198572
২৭ মার্চ ২০১৪ সকাল ০৬:০০
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনার সাথে রাঙ্গামটি ঘূরে এলাম। ভাল লাগল। আসলে ভ্রমনে বৈচিত্রতা জাগে। মন হালকা হয়। ধন্রবাদ।
২৭ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৭
148603
তরিকুল হাসান লিখেছেন : অনেক ধন্যবাদ সংগে থেকে মন্তব্যের জন্য ।
198578
২৭ মার্চ ২০১৪ সকাল ০৭:২০
বৃত্তের বাইরে লিখেছেন : ছবি, বর্ণনাসহ সবগুলো পর্বই ভালো লাগলো Good Luck Rose
২৭ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৭
148604
তরিকুল হাসান লিখেছেন : অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ।
198873
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
ভিশু লিখেছেন : বাহ! খুব ভালো লাগলো আপনার সাথে বেড়াতে! Happy Good Luck Rose
২৮ মার্চ ২০১৪ দুপুর ১২:৫১
148989
তরিকুল হাসান লিখেছেন : অনেক ধন্যবাদ ভাইয়া পুরো সিরিজে সংগে থাকায় ।
199918
২৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
প্যারিস থেকে আমি লিখেছেন : খুব ভালো লেগেছে।
২৯ মার্চ ২০১৪ রাত ১১:১৮
149683
তরিকুল হাসান লিখেছেন : অনেক ধন্যবাদ ভাইয়া ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File