আইজ আমি আম খামু না !

লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ২২ জুন, ২০১৩, ১০:১৬:৫৭ রাত

-১ কেজি হাড়িভাঙ্গা আম কত ?

-১৩০ টেকা ।

-১ কেজি দেও ১০ টেকা কম রাইখ ।

-৫ টেকা কম রাখুম নে ; খুব মিষ্টি হইব ২ কেজি লইয়া লন ।

-না , ১ কেজিই দেও ।

আমওয়ালা আম মাপছিল , হঠাত ছেলে টাকে খেয়াল করলাম ! গায়ে ধুলাবালিতে ভর্তি ; খালি গায়ে জীর্ণ পাজরের হাড়গোনা যাচ্ছে ।

আমি বললাম

-আম খাবি ?

-খামু !

বলেই মুচকি হাসল সে ।

-হাসস কেন ?

-কওন যাইব না !

-না কইলে আম দিমু না !

-কইলেও তো দিবেন না !

-হাছা কতা কইলে ১ কেজি পুরাডাই দিমু !

-মারবেন না তো আবার ?

-না মারুম না !

-আপনেগো মত সিজনাল লোকেরা আমগো মত গরীবগো হাউশ কইরা আম খাওয়ান আর ভাবেন আহা কি ভালা কামডাই না করলাম আর হারা দিন যে না খাইয়া থাকলাম হেইডা লইয়া কারোরই কোন চিন্তানাই ।

সকাল থেইকা আপনের মত তিনজনে আম খাওয়াইল তয় কেও ভাত খাওয়ানোর নামই লইল না ।

আমি আম নিলাম না , আমওয়ালা রাগী রাগী চোখে ছেলেটার দিকে তাকিয়ে বলল

- তোরে যেন্ এই এলাকায় আর না দেখি !

ছেলেটাকে নিয়ে পাশের টং এ ডিম দিয়ে ভাত খেলাম ! দুইজনে পয়ষট্টি টাকা বিল হলো ।

//////

গল্পটা বানানো ! বাস্তবে আমাদের মত স্বার্থবাদীদের কে হাসল না কাদল কে খেলো কে খেলো না তা দেখার সময় কই ?

বিষয়: বিবিধ

১৬১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File