ফেসবুক সমাচার !
লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ২০ জুন, ২০১৩, ০৭:৩৩:২৬ সন্ধ্যা
এহন থেইকা ফেবু'র কমেন্টে ছবি দেওন যাইব ! আশা করতাসি এরপর ভিড্যু দেওয়ার ব্যাবস্থা করা হইব ।
এরপর যদি দিন বদলায়া রাইত আহে তহন ছোটখাট চিঠিও দেওনের পথ খুলব । তারপর একদিন কমেন্টে আম, জাম কাঠাল পাঠানোর ব্যবস্থাও হইবার পারে ! আরো কিছুদিন পার হইলে কমেন্টে মানুষ ট্রান্সফারের ব্যবস্থা হইতেও পারে !
তহন আমার মায়ে হয়ত আমার ওয়ালে স্ট্যাটাস মারল
- 'বাড়িত আসবিনা ?'
আমি কমেন্টের মাধ্যমে বাড়িত আইসা হাজির হইলাম ;
আর লাইভ কমেন্ট মারলাম 'আইয়া পরছি , অহন পিঠা বানাও পিঠা খামু !'
অবশ্য কিছু ঝামেলাও হইবার পারে।
বাপজান আমার ওয়ালে লেখবার পারে
- 'কিরে বদমাইশ পড়াশোনা রাইখা কই ঘুইরা বেড়াস, মেডিসিন বই লইয়া আমার ওয়ালে অহন ই হাজিরা দে !'
বিষয়: বিবিধ
১৮৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন