তোমাকে স্যালুট রাজশাহী বিশ্ববিদ্যালয়!

লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ১৬ জুন, ২০১৩, ০৩:৫৬:১৭ দুপুর

রাজশাহী বিশ্ববিদ্যালয় আবারো প্রমান করলো শহীদ শরীফুজ্জামান নোমানীর রক্তে রঞ্জিত মতিহার কখনো মাথা নুইয়ে থাকতে পারে না । গতকাল রাতে বিজয় মিছিল করে তারা জানিয়ে দিল এখনও তারা উদ্যম হারায়নি। এক বিশ্ববিদ্যালয় কিভাবে জাতীয় চেতনায় নাড়া দেয় তা বরাবরের মতই ছিল বিষ্ময়কর । তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যে পুলিশ বাহিনী অন্যায়ভাবে আঘাতে আঘাতে জর্জরিত করেছিল শহীদি কাফেলার ভাইদেরকে তারাই গতকাল রাতে মিছিলের পেছনে নির্বিকার ভাবে করেছে সহায়তা । পাশার দান ঘুরতে আর বুঝি সময় বাকি নেই । যখন সুসময় আসবে তখন অনেকেই বুক ফুলিয়ে রাজপথে বেরোবে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজপথে ছিল সবসময় আশাকরি থাকবেও ভবিষ্যতে

বিষয়: বিবিধ

১৭৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File