পরিতৃপ্ত অন্তর !
লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ০৮ জুন, ২০১৩, ০৮:৪১:৪২ রাত
রুমে নাক ডেকে ঘুমাচ্ছি আমি !
পাশের বারান্দা দিয়ে যাচ্ছে আমার এক জ্ঞানী ক্লাসমেট ।
-"অই মিয়া ঘুমাও কেন ?"
-কি করুম তাইলে ?
-কেন পড়াশোনা করবা ।
-পড়লে কি হইব ?
-পাশ করবা ।
-পাশ করলে কি হইব ?
-বড় ডাকতর হইবা ।
-বড় ডাকতর হইলে কি হইব ?
-বড় বাড়ি করবা , গাড়ি কিনবা , রাজকন্যা বিয়াকরবা ।
-তাইলে কি হইব ?
-তখন আরামছে ঘুমাইতে পারবা ।
- তো অহন আমি কি করতাসি ?
-ঘুমাইতেস ।
-তাইলে ???
বিষয়: বিবিধ
১৩৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন