যুদ্ধ নয় শান্তিচুক্তি চাই ঃ একজন আম পাব্লিকের দাবী
লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ০৫ জুন, ২০১৩, ০৮:১১:২০ রাত
বরাবর ,
প্রধান নির্বাহী কর্মকর্তা ,
পৃথিবী , সৌরজগত ।
বিষয় ঃ বাইচতাম চাআ আ আ আ ই (হৃদয় বিদারক কান্নার ইমো হবে )
জনাব ,
আমি আপনার গ্রহের ছিড়া মশারীর তলে বসবাস কারী সামান্য নাগরিক । সালাম জানিবেন , আশে পাশের হিন্দুভাইদের দিবেন আদাব আর অন্যধর্মের ভাইদের জানাইবেন শুভেচ্ছা । পর সমাচার আপনার ভাবী সহ গ্রহের সবাই ভালই আছিল , তয় ইদানিং আর ভালো নাই । কতিপয় দুষ্ট প্রকৃতির মশা গভীর রজনীতে বাঁশীর সুরে সুরে হাতে ব্যাপক বিদ্ধংষী অস্ত্র লইয়া নিরীহ ও নিরস্ত্র আমাদের উপর নিদারুন পৈশাচিকতায় ঝাপায়া পড়িতেছে । তাহারা তাহাদের প্যান প্যান ঢোলের শব্দে আমাদের কে নাচিতে বাধ্য করিতেছে । আবার উহাদেরকে মাঝে মাঝে হাততালি দিয়ে উতসাহিত করিতে হইতেছে ।
উপরোক্ত বিষয় গুলি আমলে নিয়া( পত্রের সঙ্গে সংযুক্ত অর্থকরি বুঝিয়া পাইয়া) অতি শীঘ্রই মশা সম্প্রদায়ের সঙ্গে শান্তি চুক্তি করিতে মহাশয়ের মর্জি হয় ।
বিনীত ,
মি ডেঙ্গু
বিষয়: বিবিধ
১০৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন