বাড়ছে নিশুতি ; ভোর কতদুর ?

লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ০১ জুন, ২০১৩, ১০:৫৫:৪৮ রাত



প্রতিদিনই একটা দুটা করে দুঃসংবাদ পাওয়া যাচ্ছে । আজ একজন গ্রেফতার তো কাল একমাসের জন্য মিছিল সমাবেশ নিষিদ্ধ । পরিস্থিতি ক্রমেই ভয়াবহ থেকে ভয়াবহ হয়ে যাচ্ছে । তবে আমি নৈরাশ্যবাদী নই । আমার মতে এ মুহুর্তে আমাদের প্রাপ্তির খাতাটাও বেশ পুর্ণ । আমার স্বল্পবুদ্দির এন্টেনা দিয়ে নিচের বিষয়গুলো ধরা পড়ল -

#অনুকুল পরিবেশে বড় বড় কথা বলা অনেক সহজ কিন্তু প্রতিকুল পরিস্থিতিতে বাস্তব ময়দানে টিকে থাকা সহজ বিষয় নয় । এ বিষয়টি ইসলামী আন্দোলনের অপরিহার্য বিষয় । আর এই পরীক্ষায় অবতীর্ন হওয়ার মাধ্যমে যাচাই বাছাই করা সম্ভব হয় কে প্রকৃত সোনালী মানুষ । এই সুযোগটি এখন রয়েছে ।

#সাধারন মানুষের একটি বড় অংশ আমাদের নেটুওয়ার্কের বাইরে ছিল । এখন ব্যাপক পরিচিতির পাশাপাশি তাদের কোমল সহানুভুতিও আমাদের সঙ্গে রয়েছে ।

#কউমী ধারার আলেম সহ যাদের সঙ্গে আমাদের ভুলবোঝাবুঝি রয়েছে তাদের সঙ্গে একত্রে কাজের বিপুল ক্ষেত্র তৈরী হয়েছে ।

#আমাদের কর্মপদ্ধতির প্রয়োজনীয় এহতেসাবের মাধ্যমে ভবিষ্যত কর্মপরিকল্পনা তৈরীতে এ সময় আমাদের কাজে আসবে বলে আমার বিশ্বাস।

অতএব চারদিক থেকে ঘনিয়ে আসা নৈরাশ্যের নিশুতি যেন আমাদের ধোকায় ফেলে না দেয়; সামনে অপেক্ষমান সোনালী ভোর ।

বিষয়: বিবিধ

১২৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File