পিলিজ লাগে একটু ভেবে দেখুন ....

লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ২৭ মে, ২০১৩, ০২:০৯:৫৫ দুপুর

ত্রিপুরার খাদ্য মন্ত্রী ভানু লাল সাহা জানিয়েছেন , ভারতের পশ্চিম বংগ থেকে ট্রানজিট সুবিধা দিয়ে চাল ও গম ত্রিপুরা রাজ্যে পাঠানোর জন্য চুড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার ।

সুত্র- নতুনবার্তা , দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড(ভারত) ।

আহা! আহা ! দাদাদেরকে পশ্চিম বংগ থেকে কষ্ট করে নিতে হবে ! কি দরকার ছিল বাংলাদেশ থেকে ফ্রি দিয়ে দিলেই হতো !

পিলিজ লাগে একটু ভেবে দেখুন , দাদারা আমাদের জন্য কি না করেছে ?

আমাদের জনসংখ্যা বেশী তাই সীমান্তে তারা মানুষ মেরে কি উপকারটাই না করেছে ?

আর আমরা এমন অকৃতজ্ঞ যে সামান্য চাল ডাল তাদেরকে কষ্টকরে এক রাজ্য থেকে আরেক রাজ্যে পাঠাতে হবে , তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অধমের আকুল আবেদন দয়া করুন ! মা ঠাকুরুন ! দয়া করে দাদাদের কাছে আর আমাদের ছোট করবেন না !

বিষয়: বিবিধ

১৩৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File