থামবে কি ?

লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ২১ মে, ২০১৩, ০৯:০২:০০ রাত



শাহাদাতে থামে কি শহীদি কাফেলা

আঘাতে পায় কি ভয় ?

আরশের প্রভু আছেন তাদের পাশে

যিনি করুনা ময় !

বদর ,উহুদ আর তায়েফের স্বপ্নে

যারা থাকে বিভোর ,

সাব্বির,মালেক আর হামিদের পথে

হৃদয়ে খোলে দোর ।

থামতে কি পারে বল তৌহিদি জনতা

দেখে কালো আধাঁর ,

আলোর মশাল হাতে যারা চলে

ডিঙ্গিয়ে বাধা পাহাড়!

হতাশ কি হয় তারা যারা নিরবধি

সংগ্রামে চলে পথ ?

একদিন পাবে তারা জিহাদের পথে

সোনালী জয় রথ । ।

///////////////////////////

আমার আরো কিছু কবিতা _

আমার অনুকাব্য সমুহ -1

আমার অনুকাব্য সমুহ -2

একদিন !

মলিন প্রভাত (হযরত উসমান রাঃ এর শাহাদাত স্মরণে )

প্রথম বৃষ্টি !

ভুলে যেওনা !

ভালোবাসার যবনিকা (সনেট)

উত্তরন

এ ভোর কেন এলো ?

বিষয়: সাহিত্য

১১৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File