হোসেন মিয়া!

লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ২১ মে, ২০১৩, ১১:৩৮:০৬ সকাল

সংলাপের ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে চারদিকে । এই তোড়জোড় দেখে একটি গল্প মনে পড়ল । মানিক বন্দ্যোপাধ্যায় রচিত পদ্মা নদীর মাঝি ' উপন্যাসের হোসেন মিয়ার গল্প । হোসেন মিয়ার বিরুদ্ধে জেলে পল্লীতে শালিশের আয়োজন করা হয় ।শালিশে গিয়ে কুবের অবাক হয়ে খেয়াল করে শালিশের মধ্যমনি হয়ে বসে আছে হোসেন মিয়া নিজেই ।

বর্তমানে সব গনহত্যা , নির্যাতন , জেল-যুলুম যারা করল তাদের সাথেই সংলাপে বসবেন ? তাদের কাছেই তাদের বিচার চাইবেন ?

আর তারাও সুবোধ ছেলের মত নিজেদেরকে দোষী বলে মেনে নেবে?

হাসালেন জনাব ! হাসালেন !

বিষয়: বিবিধ

১১৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File