চর্যাপদ -1
লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ১৯ মে, ২০১৩, ০৩:২৪:১৭ দুপুর
চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম সাহিত্য নিদর্শন । নব্য ভারতীয় আর্য ভাষারও প্রাচীনতম নিদর্শন এটি । এর ভাষা শৈলী এবং পরিনত রচনা ধারা গবেষকদের করে মুগ্ধ । এর ছত্রে ছত্রে ফুটে উঠেছে সেই সময়ের মানুষের প্রাত্যহিক জীবনের অপরুপ চিত্র। এটি খ্রিষ্টীয় দশম থেকে দাদশ শতাব্দীতে রচিত । ১৯০৭ খ্রিষ্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রাসাদ শাস্ত্রী এর একটি অংশ নেপালের রাজ দরবার থেকে উদ্ধার করেন । চর্যাপদের প্রধান কবি হলেন লুইপাদ , কানহপাদ , ভুসুকুপাদ প্রমুখ ।
এবার চলুন একটি চর্যাপদ পড়ে নিই
(সুন্দর এই অনুবাদটি করছেন সুব্রত অগাস্টিন গোমেজ ; নিচে তার লেখার লিঙ্কদেয়াহলো )
কারেই করি গ্রহণ আমি
কারেই ছেড়ে দেই ,
হাঁক পড়েছে আমায় ঘিরে
আমার চৌদিকেই
হরিণ নিজের শত্রু হ’ল
মাংস-হেতু তারই,
ক্ষণকালের জন্য তারে
ছাড়ে না শিকারী।
দুঃখী হরিণ খায় না সে ঘাস,
পান করে না পানি,
জানে না যে কোথায় আছে
তার হরিণী রানি।
হরিণী কয়, হরিণ,
আমার একটা কথা মান্ তো,
চিরদিনের জন্য এ-বন
ছেড়ে যা তুই, ভ্রান্ত!
ছুটন্ত সেই হরিণের আর
যায় না দেখা খুর–
ভুসুকুর এই তত্ত্ব মূঢ়ের
বুঝতে অনেক দূর।
////////////////////
links-
bn.m.wikipedia.org
সুব্রত অগাস্টিন গোমেজের পোস্ট
#################
আমার আরো কিছু ইতিহাস বিষয়ক পোস্ট-
ইতিহাসের পাতা থেকে কিছু গনহত্যা(ছবি ব্লগ)
গিলগামেশঃ পৃথিবীর প্রাচীনতম সাহিত্যকর্ম -১ম পর্ব
গিলগামেশঃ পৃথিবীর প্রাচীনতম সাহিত্যকর্ম -২য় পর্ব
গিলগামেশঃ পৃথিবীর প্রাচীনতম সাহিত্যকর্ম -৩য় পর্ব
মিশরীয় প্রাচীনভাষাঃ হায়ারোগ্লিফিক
বিষয়: সাহিত্য
১৪৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন