এ ভোর কেন এলো ?
লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ১৭ মে, ২০১৩, ০৭:০৬:৫২ সন্ধ্যা
বাইরে উঠেছে অবাক জোছনা ,
ছড়িয়ে পড়া কুয়াশার দেয়ালে
পড়ছে শিশিরের লতানো ফুল ;
ঘুমিয়ে পড়েছে পাশের বাড়ির দেয়াল
রং চিটচিটে বালিশও ডাকছে নাক ,
আর ডাকছে ঝিঝির দল ,
ধরার মৃদু হলাহল হচ্ছে আরো মৃদু ;
এখন নিশুতি রাত ,
একটু পর হবে
আরো নিশুতির খেলা আর
শুকনো ঘাসের বুকে ভাসছে জল
চুপচাপ জেগে আছি আমি ,
আর কতদিন জাগব ?
হয় এক সহস্র বছর বা
শত বছর অথবা এক মুহুর্ত ;
ক্ষনিয়ে আসে ভোরের নিঃশ্বাস
অস্পষ্ট হতে হতে স্পষ্ট হয় কোলাহল ।
শুধু আমি হয়ে যাই নিরব ,
বিষন্নতা করে গ্রাস,
ডুবে যাই নিস্তব্বধতায়
এ ভোর কেন এলো ?
///////////////////////////
আমার আরো কিছু কবিতা _
আমার অনুকাব্য সমুহ -1
আমার অনুকাব্য সমুহ -2
একদিন !
মলিন প্রভাত (হযরত উসমান রাঃ এর শাহাদাত স্মরণে )
প্রথম বৃষ্টি !
ভুলে যেওনা !
ভালোবাসার যবনিকা (সনেট)
উত্তরন
বিষয়: সাহিত্য
১৫২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন