দুর্যোগ মোকাবেলায় আমাদের করনীয়
লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ১৩ মে, ২০১৩, ০১:২২:০৭ দুপুর
ধেয়ে আসছে 'মহাসেন '।
এখন প্রশ্ন হলো এ দুর্যোগ মোকাবেলায় আমাদের করনীয় কি ?
আমরা এ মোকাবেলা কে তিন ভাগে ভাগ করতে পারি । যথাঃ
১/ দুর্যোগ পুর্ব করনীয়
২/ দুর্যোগ কালীন করনীয়
৩/ দুর্যোগ পরবর্তি করনীয়
আমরা আমাদের আজকের আলোচনা দুর্যোগ পুর্ব ব্যবস্থাপনায় সীমাবদ্ধ রাখবো ।
চলুন দেখি দুর্যোগের পুর্বে আমাদের করনীয় কি কিঃ
১/ দুর্যোগ এর সতর্ক বার্তা প্রচারের ব্যবস্থা করা । এক্ষেত্রে মাইক , রেডিও , টেলিভিশন ও যোগাযোগের অন্যান্য মাধ্যম কে যথাযথ ভাবে কাজে লাগাতে হবে । নিজে জানার পর পাশের জনকে জানিয়ে দিতে হবে । দুর্যোগ সংলগ্ন এলাকার স্কুল কলেজ ও মাদ্রাসায় বিষয়টি ব্যপক ভাবে প্রচার করার ব্যবস্থা নিতে হবে
।
২/ সেমিনার কিংবা সভা করে কিংবা কর্মশালার ব্যবস্থা করে দুর্যোগ সংলগ্ন এলাকায় দুর্যোগ মোকাবেলায় করনীয় ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করতে হবে ।
৩/ প্রয়োজনীয় শুকনো খাবার ও পানি পরিষ্কার পাত্রে রেখে তার মুখ ভালোভাবে পলিথিন দিয়ে বেধে বাড়ীর আঙ্গিনায় মাটিতে পুতে রাখতে হবে যাতে দুর্যোগের পর ব্যবহার করা যায়।
৪/ বাড়ি-ঘরের দরজা জানালা ভালোভাবে বন্ধ করে নগদ টাকা ও মুল্যবান অলঙ্কার নিরাপদে রাখতে হবে ।
৫/ গবাদী পশু এবং হাস মুরগীকে নিরাপদ কেল্লায় রাখতে হবে বা তাদের বাধন খুলে দিতে হবে ।
৬/ উত্তর বঙ্গোপসাগর ও তার পার্শ্ববর্তি সীমানায় নৌযান কিংবা মাছ ধরার ট্রলার চলাচল আপাতত বন্ধ রাখতে হবে ।
৭/ শিশু , বৃদ্ধ এবং প্রতিবন্ধীদেরকে সবার আগে আশ্রয়কেন্দ্রে নিতে হবে ।
৮/ ঝড়ের পুর্বেই স্থানীয় প্রশাসনের নির্দেশ অনুযায়ী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিন ।
৯/ প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল টীম এবং উদ্ধারকারী টিম তৈরি রাখতে হবে ।
১০/ সর্বোপরি বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করতে হবে ।
আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ ।
বিষয়: বিবিধ
১০৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন