আচানক !

লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ১৩ মে, ২০১৩, ০৫:৪৭:৩৯ বিকাল

'স' তে সবাইরে কয়

রাজাকারের চেলা ,

হাসতে হাসতে মানুষ মারে

সামলাও এবার ঠেলা ;

পাগলা ঘোড়া থামারে ভাই

পাগলা ঘোড়া থামা ,

সবাই মিলে গদী থেকে

মখাদেরকে নামা ;

আল্টিমেটাম দিয়াও কোন

লাভতো হয় না ,

হুদাহুদি মানুষ মারে

প্রমান রাখে না ;

নতুন নতুন ফন্দি আটে

দেখায় নতুন নাটক ,

টাশকি খায়া হাপায় সবাই

ব্যাপক আচানক !

///আমার আরো কিছু কবিতা _

একদিন !

মলিন প্রভাত (হযরত উসমান রাঃ এর শাহাদাত স্মরণে )

প্রথম বৃষ্টি !

ভুলে যেওনা !

ভালোবাসার যবনিকা (সনেট)

উত্তরন

আমার অনুকাব্য সমুহ -১

বিষয়: বিবিধ

১৫৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File