উত্তরন

লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ১০ মে, ২০১৩, ১০:৫৩:২৩ রাত

জাহেলী আধাঁর পেরিয়ে দেখো

আসবে নতুন ভোর ,

আসবে নেমে উষর মরুয়

আলোর সমুদ্দুর ।

জাগবে দেখো হেরার আলোয়

জাগবে অযুত মন

হবে হবে হবেই উত্তরন (২)

গভীর রাতে জায়নামাজে

মায়ের বোনের অশ্রু

ফিরিয়ে আনবে আলোর মিছিল

কাপবে ভয়ে শত্রু । (2)

আল কোর আনের লক্ষ মশাল

একদিন জেনো জ্বলবেই

শাহাদাতের দরিয়া বেয়ে

বিধাতার রহম আসবেই । (২)

(আমার কথা ও সুরের এই গানটি রংপুর মেডিকেল কলেজের' ' উত্তরন' শিল্পীগোষ্ঠীর থিম সং হিসেবে গৃহিত হয়েছে । )

আমার আরো কিছু কবিতা _

একদিন !

মলিন প্রভাত (হযরত উসমান রাঃ এর শাহাদাত স্মরণে )

প্রথম বৃষ্টি !

ভুলে যেওনা !

ভালোবাসার যবনিকা (সনেট)

বিষয়: বিবিধ

১৭১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File