চলছে লড়াই , চলবে !
লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ০৬ মে, ২০১৩, ১২:৪০:৩৬ রাত
মহাপরাক্রমশালী আল্লাহপাক বলেন -
"আর তাদের সাথে যুদ্ধ কর যতক্ষন না ভ্রান্তি শেষ হয়ে যায়; এবং আল্লাহর সমস্ত হুকুম প্রতিষ্ঠা হয়ে যায়। তারপর যদি তারা বিরত হয়ে যায় তবে আল্লাহ তাদের কার্যকলাপ লক্ষ্য করেন । "(সুরা আনফালঃ ৩৯ )
আল্লাহপাক আরো ইরশাদ করেন -"হে ঈমানদারগন ! তোমরা যখন কোন বাহিনীর সাথে সঙ্ঘাতে লিপ্ত হও তখন তোমরা সুদৃড় থাকো এবং আল্লাহকে অধিক পরিমানে স্মরন কর যাতে তোমরা উদ্দেশ্যে কৃতকার্য হতে পার "(সুরা আনফালঃ ৪৫ )
মহামহীম বিচার দিবসের মালিক বলেন -"তারা মুখের ফুতকার দিয়ে আল্লাহর নুর কে নির্বাপিত করতে চায় কিন্তু আল্লাহ অবশ্যই তার নুরের পুর্ণতাদান করবেন; কাফেরদের নিকট তা যতই অপ্রীতিকর হোক না কেন । "(সুরা তওবাহঃ ৩২ )
আরশের মালিক আরো বলেন -" তোমরা বের হয়ে পড় অল্প বা প্রচুর সরঞ্জামের সাথে এবং জিহাদ কর আল্লাহর পথে নিজেদের জান ও মাল দিয়ে,এটি তোমাদের জন্য অতি উত্তম যদি তোমরা বুঝতে পার । (সুরা তওবাহঃ ৪১ )
অতএব , চলছে লড়াই ; চলবে
ইনশা-আল্লাহ ।
বিষয়: বিবিধ
১১৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন