১লা মেঃ মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস

লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ০১ মে, ২০১৩, ১১:৫৩:৩৫ সকাল



মহান মে দিবস । ইতিহাসে শ্রমিক আন্দোলনের এক গৌরবময় অধ্যায়। রক্ত ঝরা এ দিনের গল্প ঘামে ভেজা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের এক মহান আলেখ্য । সেই প্রাচীনকাল থেকেই মেহেনতি মানুষেরা তিল তিল করে গড়ে তুলেছে এই সভ্যতা । কিন্তু তাদেরকে বারবারই হতে হয়েছে নির্যাতিত । ১৮৮৬ সালের ১মে শিকাগোতে ৮ঘন্টাকর্মদিবসসহ অন্যান্য দাবীতে এক সর্বাত্বক ধর্মঘট পালিত হয় । এতে মালিকপক্ষের ভাড়াটিয়া গুন্ডারা হামলা চালায় কিন্তু এতে শ্রমিকরা দমে যায়নি । ৪ঠা মে শিকাগো শহরের শ্রমিকরা তাদের ন্যায্য দাবী-দাওয়া আদায়ের জন্য শান্তিপুর্ন মিছিল করছিল । এ মিছিল 'হে মার্কেটে' এসে পৌছালে পুলিশ এতে গুলি চালায়। নিহত হয় ১০-১২ জন শ্রমিক আহত হয় অসংখ্য । গ্রেফতার করা হয় শ্রমিকনেতা ফিলডেন ,স্পাইজসহ আরো অনেককে । বিশ্ব জনমতকে উপেক্ষা করে তাদেরকে দেয়া হয় ফাসীর রায়। ১৮৮৭ সালের ১১ ই নভেম্বর এ রায় কার্যকর করা হয় । ক্ষুব্দ হয়ে উঠে পৃথিবীর লাখো শ্রমিক । উত্তাল আন্দোলনের ধারাবাহিকতায় শ্রমিকরা ৮ ঘন্টা কর্মদিবসের অধিকার পায়। আজ ৮০ টিরও বেশি দেশে ১মে জাতীয় দিবস । বাংলাদেশেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয় । এ দিনের প্রকৃত গুরুত্ব উপলব্দি করে শ্রমের সঠিক মুল্যায়ন করার জন্য সবারই এগিয়েআসা উচিত ।

ইসলামে শ্রমের মর্যাদা অত্যন্ত ব্যাপক । সুরা জুমুয়ায় মহান আল্লাহতায়ালা সালাত শেষ হলে জমিনে ছড়িয়ে পড়ে আল্লাহপাকের অনুগ্রহের সন্ধানে ব্যাপৃত হওয়ার নির্দেশ প্রদান করেছেন । হাদিসে সুষ্পষ্ট হুকুম এসেছে মজুরের ঘাম শুকানোর পুর্বেই মজুরী মিটিয়ে দেয়ার জন্য । নিজের উপার্জিত আহার্যের চেয়ে উত্তম আহার্য কেও খায়নি বলে মন্তব্য করেছেন আমাদের প্রিয়নবী সাঃ । তাই আসুন আমরা সবাই মিলে শ্রমের সঠিক ও যথাযথ মুল্যায়নে সচেষ্ট হই ।

বিষয়: বিবিধ

২৭৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File