রানার গ্রেফতার ও আমজনতার দাবী !
লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ২৮ এপ্রিল, ২০১৩, ০৫:০২:৫৯ বিকাল
রানা সাহেব গ্রেফতার হইলেন । ইহাকে ২ য় শ্রেনীর একটি গুজব ভাবিয়াছিলাম । চোখ কচলাইয়া পুনরায় নিরিক্ষন করিলাম । অদ্ভুত এই ঘটনা তাহলে ঘটিল । অদ্ভুত এই কারনে যে ইতি পুর্বে বঙ্গদেশে মন্ত্রী মহোদয়েরা যতবারই কাহাকেও গ্রেফতারের কথা বলিয়াছে তত বারই সে নাক ডাকিয়া ঘুমাইবার সুযোগ পাইয়াছে; পাছে লোকে ত বলে যে তাহাকে সরকারী ভাবে সরিষার তেলও সরবরাহ করা হইয়াছে ।
সে যাহাই হোক এক্ষনে আম , কাঠাল ও জাম জনতার পক্ষ হইতে কিছু কথা কহিতেছি _
১/ তাহাকে হেলিকপ্টারে না চড়াইয়া বরঞ্ছ তাহার পা খাটি পাটের রশি দিয়া বাধাই করাইয়া ঝুলাইতে ঝুলাইতে নিলে অধিক ভালো হইত ।
২/ তাহাকে সারা বাংলাদেশে সরকারী খরচে ভ্রমন ও এই ভ্রমনকালে জনতার হাতে কিঞ্ছিত মালিশ করিতে দিলে জনতা আরাম পাইত ।
৩/ গ্রামবাংলার ঐতিহ্যবাহী আইক্কাওয়ালা বাঁশ দিয়া তাহাকে আদর আপ্যায়ন করিতে দিলে বড়ই প্রীত হইতাম ।
৪/ সাভারে তাহার ভবনে তাহাকে ঢুকায়া ভবন চাপা দেয়া যাইতে পারে ।
কিন্তু তবুও বোধকরি এই পাষন্ডের পাওনা মিটবে না ।
বিষয়: বিবিধ
১০৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন