অনুশোচনা !

লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ২৭ এপ্রিল, ২০১৩, ১১:৩৫:৩৬ রাত



আমি তখন ময়মনসিংহ রেটিনায় কোচিং করছিলাম । আমার খুব ক্লোজ এক বন্ধু সহ কোচিং এর পাশে থাকি । রাত জেগে পড়ি আর গভীর রাতে এলাকার এক বড় ভাইএর সঙ্গে নাস্তা করতে চরপাড়া মোড়ে যাই । এক রাতে ভাইয়া আর আমার বন্ধু সহ বেরোলাম । ইলেক্ট্রেসিটি চলে গেছে তাই চারদিকে ঘুটঘুটে আধার । হঠাত এক জায়গায় চিতকার চেচামেচি শুনা গেলো । আমরা দৌড়ে গেলাম ঐদিকে । গিয়ে দেখি এক লোককে সবাই মিলে মারছে । ভাইয়া গলা উচু করে বললেন 'কি হয়েছে এখানে ? '

লোকজন জানালো এলাকার এক মহিলা হাসপাতালে রোগী দেখতে যাচ্ছিল আর এই লোকটা তার ভ্যনিটি ব্যাগ ছিনতাই করে পালানোর সময় একে সবাই ধরেছে । শুনে মাথায় রক্ত উঠে গেলো আমার । সঙ্গে সঙ্গে একটা থাপ্পর লাগিয়ে বললাম এরা হলো সমাজের ক্যান্সার সেল এদের দুই একটাকে শেষ করে দিতে পারলে বাকীরা এমনিতেই ঠিক হয়ে যাবে । সঙ্গে সঙ্গে বৃষ্টির মত কিল ঘুষি পরতে লাগল । আর আমি হাসি হাসি মুখে ঘুরে সবাইকে উতসাহ দিতে লাগলাম । এক পর্যায়ে একজন তাকে বিদ্যুতের খুটির সঙ্গে বেধে ফেলল । এ পর্যায়ে মার নতুন মাত্রা পেলো । আশ্চর্যের ব্যাপার হলো এত মার খেয়েও লোকটা নির্বিকার । মিন মিন করে একজন বলল একে এবার পুলিশে দিয়ে দিই । পাশ থেকে ভাইয়া গর্জে উঠলেন 'হ ! পুলিশের কিছু টাকা খাওনের ব্যবস্থা করি আর কি !

লোকটার ' কাছ থেকে তার বাড়ির ঠিকানা নিয়ে আমরা মারতে মারতে তাকে তার বাড়ির দিকে নিতে লাগলাম ;যাতে কিছু ক্ষতি পুরণ আদায় করা যায়। লোকটার বাড়িতে যাওয়ার পর তার চিতকার শুনে তার বৃদ্ধ বাবা এমনভাবে কেদে উঠল আমার বুকটা কেমন যেন করতে লাগল । সেই আবছা আলোতেই খেয়াল করলাম যারা পিটুনিতে নেতৃত দিচ্ছিল তাদের অনেকেই কান্না থামিয়ে রাখতে পারল না । আমিও মর্মে মর্মে উপলব্দি করলাম আমার কাছে যে লোকটি ক্যান্সার সেল আরেকজনের কাছে সে আত্তার অংশ ।

বিষয়: বিবিধ

১২৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File