বাংলাদেশের গার্মেন্টস শিল্প কি হারিয়ে যাবে ?

লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ২৫ এপ্রিল, ২০১৩, ০৩:৩১:৩০ দুপুর





ছোটবেলায় পরীক্ষায় রচনা লিখতাম 'পাট' একটি অর্থকরী ফসল । পাটকে বলা হয় সোনালী আঁশ । ' এখন কার ছেলে মেয়েরা লেখবে পাটকে বলা হত সোনালী আঁশ । গার্মেন্টস শিল্পকেও আমরা ক্রমে ক্রমে হারাতে বসেছি । আমাদের মোট রপ্তানী আয়ের প্রায় ৭০ ভাগ আসে গার্মেন্টস শিল্প থেকে । দেশের ১৮ টি ইপিজেড ও এর বাইরে মোট প্রায় ৪০০০ পোশাক কারখানা রয়েছে । এতে কাজ করছে প্রায় ২৫,০০,০০০ শ্রমিক ; যার প্রায় আশি ভাগই নারী । বাংলাদেশে গার্মেন্টস শিল্প আজ এক মারাত্যক হুমকীর মধ্যে । অল্প কয়েকদিন আগে প্রায় ৫০ কোটি ডলারের অর্ডার বাতিল করেছে বাইয়াররা । বাইয়াররা বিকল্প বাজার হিসেবে ঝুকছেন ভারত , ভিয়েতনাম ও কম্বোডিয়ার দিকে । হরতাল সহ চলমান রাজনৈতিক অস্থিরতায় বিদেশি বাইয়াররা এদেশে অবস্থান নিরাপদ মনে করছেন না । বাংলাদেশে গার্মেন্টস শিল্প প্রসারের মুল কারন সুলভ শ্রমিক সরবরাহ । আজ যেখানে বিদেশি বাজারে ৫৫ ডলারে একটি শার্ট বিক্রি হচ্ছে সেখানে একজন গার্মেন্টস কর্মী সারা মাসে পাচ্ছেন ৩৭ ডলার । তাদেরকে অবরুদ্ধ করে পুড়িয়ে মারা হচ্ছে । তাদেরকে লাঠিপেটা করে ঝুকি পুর্ণ ভবনে কাজ করতে বাধ্য করে ফেলে দেয়া হচ্ছে মৃত্যু কুপে । পথ-ঘাট থেকে তাদেরকে তুলে নিয়ে ধর্ষন করা হচ্ছে । তাদেরকে গনহত্যা করে দাড়িয়ে দুই মিনিট নিরবতা পালন করে আর একদল আরেকদলের প্রতি দোষ চাপিয়ে পার পাওয়ার চেষ্টা চালানো হচ্ছে ।

চলুন সবাই মিলে এ মস্করা বন্ধ করি , চলুন সবাই ঐক্যবদ্ধ ভাবে রক্ষা করি আমাদের অর্থনীতির এই প্রানকে ; রুখে দেই সব ষড়যন্ত্র ।

বিষয়: বিবিধ

২৪০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File