মলিন প্রভাত (হযরত উসমান রাঃ এর শাহাদাত স্মরণে )

লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ২৩ এপ্রিল, ২০১৩, ০৫:১২:০৮ বিকাল



গগনে কালো মেঘের আঁড়ে

লুকায়েছে ন্যায়ের সবিতা ,

ঈমানে ঈমানে সঙ্ঘাত দেখে

রুষ্ট হয়েছে বিধাতা ;

মলিন হয়েছে সুনীল প্রকৃতি

হতাশে বহিছে মলয়

ছাদে দাড়ায়ে খলিফা উসমান

দেখিছে ক্ষোভের প্রলয় ;

কহিল খলিফা মুসলিম জনতা

তোমাদের কি মনে আছে ,

মসজিদে নববী ক্ষুদ্র ছিল,

কে বিশাল করিয়াছে ?

চারিধার হইতে আওয়াজ আসিল

আপনিই সেই লোক

এর চাইতে উতকৃষ্ট ভুমি

জান্নাতই বিনিময় হোক

অশ্রু ভরে কহিল খলিফা

তবে কেন আজ

দাড়ায়ে বাধার প্রাচীর তুলেছ

আমার পথের মাঝ ?

ক্ষনেক থেমে কহিল উসমান

লাগে আল্লাহর দোহাই

স্মরণ কর সে সময়ের কথা

পানি ছিলনা তাই

আমি আমি -আমিই কি সেদিন

করি নি বীরে মাঊনা ক্রয়?

তবে কেন আজ মরু এ আমি

একি নিষ্ঠুর নয় ?

কহিল খলিফা আবার ডেকে

'লাগে খোদার কসম

তোমাদের মাঝে আছে কি কেহ

ফেলিবে সত্য কদম ?

কহিবে একদা আল্লাহর রাসুল সাঃ

করিলেন উহুদে আরোহন

পর্বত তখন কাপিতে লাগিল

সেই ভার করিতে বহন ;

কহিলেন তখন সত্য নবী

স্থির হও হে অচল

এখানে রয়েছে নবী , সিদ্দীক আর

দুই শহীদের দল ।

সেই দলের সেই লোকের মাঝে

ছিলাম কি এই আমি ?

জনতা কহিল সত্য খলিফা

জানেন অন্তর্যামী

নিরাশ নয়নে খলিফা দেখেন

জনতার কোলাহল

আক্রোশ যেন বাড়িছে তাদের ,

নামে বিষাদের ঢল ;

খলিফা বলেন চিতকার করে

লোকেরা আমাকে বল

বাইয়াতে রিদওয়ানে রাসুলের বাহু

কার বাহু হয়ে ছিল ?

আজ কি তবে সেই হস্ত

কাটিতে তোমরা চাও ?

চলে এসো তবে ভয় করি নাক

চড়িতে শহীদের নাও ।

ইসলাম বলে মানুষ হত্যার

কারন আছে ত্রয়

এক কিসাস , দুই মুরতাদ

তিন ব্যভিচারীযদি হয়

ছিলনাত এর কোন দোষই

আমিরুল মুমীনিনের

তার পর ও অবুঝ জনতা

আক্রোশ করল ফের ।

জুমার দিন রোযার নিয়ত

করিলেন খলিফা

সপ্নে আসিয়া তাহার সহিত

মিলিলেন মোস্তফা সাঃ

কহিলেন ডাকি দীনের নবী

ছেড়ে আস নশ্যর দেহ

ইফতার নিয়েবসে আছি

সিদ্দিক ঊমার সহ

শুনিয়া য়া উসমান জাগিয়া উঠিলেন

বসিলেন নিয়ে কোর আন

ভুলিয়া গেলেন সকল কষ্ট

করিতে জীবন দান

বাহিরের সেই উত্তাল জনতা

করিল গৃহে প্রবেশ

মুহাম্মাদ বিন আবু বকর

নেতৃতে রহিলেন বেশ

খলিফার দাড়ি ধরিয়া তিনি

ফেলিলেন তাহাকে মাটিতে

খলিফা কহিলেন " ভাতুষ্পুত্র

তোমার পিতা থাকিলে

হয়ত লজ্জা করতেন তিনি

দেখিয়া তোমার আচরন !

একথা শুনিয়া ক্ষনিকে তাহার

কেমন করিল মন ।

এভাবে এক করুণ সময়ে

হইল তাহার ওফাত

সোনালী দিনের ইতিহাস বেয়ে

আসল মলিন প্রভাত ।

বিষয়: বিবিধ

২৫১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File